“মনের বাসনা পূর্ণ করব”

লিখেছেন লিখেছেন স্বপ্নবুনি ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৪৯:০৭ রাত



সময়ের পরিবর্তনে প্রযুক্তির উৎকর্ষতায় মানব জীবনকে প্রভাবিত করছে। অল্প বয়সের ছেলেমেয়েরা বা তরুণ-তরুণীরাও এর বাইরে নয়। এই বয়সে প্রতিটি মানব-মনে বয়ে আনে প্রশান্তির সুবাতাস। সময়টা পাগলা ঘোড়ার মতো এদিক-সেদিক ছোটাছুটি করে। সর্বত্রই থাকে আবেগের ঘনঘটা। অপ্রিয়কে প্রিয় করবার আকাক্সক্ষা প্রত্যেক তরুণী মনকে ভাবিয়ে তোলে। এই তরুণ-তরুণীদের চোখে তাদের অজান্তে একটা রঙ্গিন কাঁচের আবরণ পড়ে যায়। পৃথিবীর সবকিছু অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। সবাইকে প্রিয় মনে হয়। মনে হয় পাখির মত যদি ডানা থাকে তবে আকাশে উড়ে যেয়ে ভেজা মেঘের সাথে সখ্য গড়া যেত বা মেঘের সাথে মিশে নিজেকে একটু ভিজিয়ে নেওয়া যেত। কখনও আবার দুরন্ত মন গেয়ে ওঠে- “বাঁধার প্রাচীর যত ডেঙ্গিয়ে যাব,তবু মনের বাসনা পূর্ণ করব”। ভাবনাগুলো হয় প্রিয় কাল্পনিক। আবেগে হাবুডুবু খায় প্রত্যেক তরুণ-তরুণী। বাস্তবতা সম্পর্কে তাদের ধারণাটা খুব কম থাকে। সময়টা পার হয় কিছুটা অনিশ্চয়তার মধ্য দিয়ে। এ সময়ে অল্প বয়সের ছেলেমেয়েদের মনে চলে নানা দ্বন্দ্ব। মনের মাঝে দোলাদেয় কে আপন কে পর। কে মনের কথাগুলো বুঝবে। কে আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে পারবে। এ প্রশ্নগুলো মনের মাঝে বারবার উকি দেয়। সময়ের একটি কঠিন সিদ্ধান্ত থাকে হুট করে প্রেমে পড়া। অবচেতনমনে কাউকে ভাল লেগে গেলে তাকে নিয়ে ভাবনা শুরু হয়ে যায়। উড়িয়ে দেয় স্বপ্নের রঙ্গিন ডানা। সকল ধ্যানধারণা নানারকম মনেবৃত্তির মধ্যে লুকায়িত থাকে ওই প্রেম জগৎটি নিয়ে। লেখাপড়া, খাওয়া, ঘুম ত্যাগ করে অজানা প্রিয় মানুষটির ভাবনায় বিভোর থাকে কোমল মনটি। পিছিয়ে পড়ে তার লক্ষ্যস্থান থেকে। এই সময়টাতে বুদ্ধি থাকলেও বিবেচনা করার মত মানসিকতা থাকেনা। তরুণ-তরুণীদের এই উদাস সময়টাকে সূক্ষè দৃষ্টি রেখে পার করে দেওয়া অভিভাবকের দায়িত্ব। এক্ষেত্রে অল্প বয়সী ছেলেমেয়েদের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হবে। জানতে হবে ছেলেমেয়েদের ভাললাগা মন্দলাগা। বুঝাতে হবে পৃথিবীর সবকিছু রঙ্গিন মনে হলেও সবকিছু রঙ্গিন নয়। সব ভাললাগা স্বপ্ন পূরণ করেনা। সর্বোপরি ছেলেমেয়েদের জগৎজুড়ে বাবা-মাকে হতে হবে সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে ভাল বন্ধু। নতুবা তৈরী হবে ঐশী কিংবা অ্যালেক্সের মত অসুস্থ মানুষ। যারা নিজের পিতা-মাতা কিংবা সহপাঠিদের হত্যা করতেও পিছপা হবেনা।

বিষয়: বিবিধ

১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File