# মুক্তিযোদ্ধা সনদ চাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৫৫:৫২ সন্ধ্যা
মাননীয় সরকার এর প্রতি আকুল আবেদন
মুক্তি যোদ্ধা হবার ইচ্ছা করিলাম পোষণ
যুদ্ধ না করেও যদি সার্টিফিকেট পায়
আমার ইচ্ছার তবে কোন দোষ নাই।
প্রতিকি যুদ্ধ হবে টিসুম টিসুম
আমরা সকলে খেলনা বন্দুক নিয়া আসুম
যখম হবে কেউ হবে কানা খোড়া
আলতার রক্তে লাশ পড়বে জোড়া জোড়া।
তারপর আমরাও হব বীর বিক্রম
সনদটা হাতে নিয়ে সুখের জীবন
প্রজন্ম আমার পাবে কোটার ভাগ
থেকে থেকে চেতনার হবে হাকডাক।
মাননীয় সরকার বিবেচনায় নিবেন
আশা করি সনদের ব্যাবস্থা করিবেন
নির্বাচন চাইনা থাকুন জনম জনম
গণতন্ত্রের শুনলে কথা লাগে শরম শরম।

বিষয়: বিবিধ
৯৪৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সনদটা হাতে নিয়ে সুখের জীবন
প্রজন্ম আমার পাবে কোটার ভাগ
থেকে থেকে চেতনার হবে হাকডাক।
লজ্জা নাই আমাদের।
মন্তব্য করতে লগইন করুন