চাকুরী চাই পার্ট টাইম বা অন্য কিছু আয়ের উৎস
লিখেছেন লিখেছেন আবু নাইম ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০১:৪৫ সন্ধ্যা
আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরী করি যা পাই তাতে পোষাচ্ছে না। এখন অতিরিক্ত কিছু করতে হবে। কিন্তু কি করব তা পাচ্ছি না। অনেকেই অনেক কিছু করেন। আমাকে কেউ একটা পথ বাতলে দেন। আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব।
পার্ট টাইম বা অন্যকোন চাকুরী থাকলে তারও সন্ধান দিতে পারেন।
আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ ও মঙ্গল দান করুন আমিন।।।।।
বিষয়: বিবিধ
১৬২৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রকল্প১: মোমবাতি তৈরি ও বিক্রি
পুরো সপ্তাহ জুড়ে মোববাতি তৈরি করবেন অত:পর ছুটির দিন তা বিক্রি করবেন। যতদূর জানি পুঁজি কম লাভ বেশি এটাতে।
প্রকল্প২: বিভিন্ন ব্যাগ তৈরি
প্লাস্টিকের ব্যাগ গত হবার পর কাগজ+কাপড়ের ব্যাগের চাহিদা অনেক। পুরো সপ্তাহ জুড়ে ব্যাগ বানিয়ে ছুটির দিন তা বিক্রি করতে পারেন।
ধন্যবাদ
ফ্রিলেন্সিং করতে পারবেন। অথবা নিজে নিজেই মার্কেটিং করে কাজ নিতে পারবেন
মন্তব্য করতে লগইন করুন