# জানালা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ আগস্ট, ২০১৪, ০১:০৯:৩৯ দুপুর



জোৎস্নাটা ঠিক আসে

জানলার কোনটায়

মন আমার টুপ করে

ছুটে যায় ছুটে যায়।

জোৎস্নার গা ছুঁয়ে

করি অবগাহন

মন আমার ঝিঁঝিপোকা

তেমনই উচাটন।


চাঁদটা ভেসে যায়

চোখ রাখি জানালায়

মেঘগুলো হেসে হেসে

ভেসে যায় ভেসে যায়।

আসে রোদ বৃষ্টি

জানালার কাঁচটায়

মন আবার ছুটে যায়

কবিতার খাতাটায়।


কত কি ভেবে যাই

মনের এই জানলায়

তোমাকেও দেখেছিলাম

স্মৃতিটা ভোলা দায়।

বিষয়: বিবিধ

৮৪১ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258738
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:২০
কাহাফ লিখেছেন : সাফল্যের সমুহ সম্ভাবনায় স্ফীত হোক আপনার কবিতার খাতা.......শুভ কামনা রইল। Rose
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৪
202487
বাকপ্রবাস লিখেছেন : শুকরান, অনেক অনেক ধন্যবাদ রইল ভাইযান
258744
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৪
প্রেসিডেন্ট লিখেছেন : কতদিন দেখিনা জ্যোস্নার চাঁদ,
ঘুমিয়েই কেটে যায় সারাটা রাত।
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৫
202488
বাকপ্রবাস লিখেছেন : আজ তবে হয়ে যাক চাদ দেখা
আজ তবে হয়ে যাক একা একা
258747
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৪
মামুন লিখেছেন : অপুর্ব!! ছন্দের ঝংকার এবং খুদ্র লাইনগুলোর বিন্যাসে মুগ্ধ হলাম!! কীভাবে এতো সুন্দর করে লিখেন ভাই? অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো। Rose Rose Rose
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৬
202490
বাকপ্রবাস লিখেছেন : ভাইযানের গল্প সাবলিল
ভাল লাগে পড়তে অনাবিল
258760
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০২:২২
হাকিম তালুকদার লিখেছেন : জোসনা আমার খালাত বোনের নাম
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৬
202491
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Tongue
258782
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৬
202492
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ জানবেন
258806
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৫
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ..ভালো লাগলো।
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৬
202494
বাকপ্রবাস লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছাGood Luck Good Luck
258837
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১২
মামুন লিখেছেন : মন্তব্যের ভিতরেও ছন্দ ঢেলে দিলেন!! বাহ! চমৎকার। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো ভাই @ বাকপ্রবাস। Rose Rose Rose
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৩
202509
বাকপ্রবাস লিখেছেন : পুরোনো অভ্যাস ছাড়তে পারিনা
ছন্দ ছাড়া তাই কিছুই বুঝিনা
258858
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৩
মামুন লিখেছেন : এমনই যেন থেকে যেতে পারেন.. ধন্যবাদ এবং শুভেচ্ছা। Rose Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File