# জানালা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ আগস্ট, ২০১৪, ০১:০৯:৩৯ দুপুর
জোৎস্নাটা ঠিক আসে
জানলার কোনটায়
মন আমার টুপ করে
ছুটে যায় ছুটে যায়।
জোৎস্নার গা ছুঁয়ে
করি অবগাহন
মন আমার ঝিঁঝিপোকা
তেমনই উচাটন।
চাঁদটা ভেসে যায়
চোখ রাখি জানালায়
মেঘগুলো হেসে হেসে
ভেসে যায় ভেসে যায়।
আসে রোদ বৃষ্টি
জানালার কাঁচটায়
মন আবার ছুটে যায়
কবিতার খাতাটায়।
কত কি ভেবে যাই
মনের এই জানলায়
তোমাকেও দেখেছিলাম
স্মৃতিটা ভোলা দায়।
বিষয়: বিবিধ
৮৪১ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঘুমিয়েই কেটে যায় সারাটা রাত।
আজ তবে হয়ে যাক একা একা
ভাল লাগে পড়তে অনাবিল
ছন্দ ছাড়া তাই কিছুই বুঝিনা
মন্তব্য করতে লগইন করুন