# কি গইল্লাম আই কি গইল্লাম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ আগস্ট, ২০১৪, ১১:৩২:৫৮ সকাল
তোয়ারে হইয়ে হনে বিয়া গরিবেল্লায়
বিয়া গরি দুই মাসের মাথাত দুবাই যাইবেল্লায়
আর হোয়ালত লিখা আছিল মরার দুবাই ওয়ালা
দুইন্নার বেগ্গুন বউ লই ঘুরের আঁই একালা।
কি গইল্লাম আই কি গইল্লাম
দেশে এতো জামাই থাইকতে
তোয়ারে বিয়া গইল্লাম।
মনের জ্বালায় আর নফারির জলদি আইয় দেশে
নইলে কিন্তু মরা মুখ দেখিবা হইলাম শেষে
ঘরের পাশে কাঠাল গাছে গেলে আই ঝুলি
বিয়া তুঁই আর উগ্গা গর মুখে রুমাল তুলি।
কি গইল্লাম আই কি গইল্লাম
দেশে এতো জামাই থাইকতে
তোয়ারে বিয়া গইল্লাম।
না ফুটিতে গাছে ফুল ফুলের ভেতর কলি
তুষের আগুন জ্বালাই গেলা নিরবে যায় জ্বলি
তুঁই পাষাণি কি বুঝিবা আর মনের আগুণ
তোয়ার হতা মনত ফইল্লে গোস্বা বারে দ্বিগুণ
কি গইল্লাম আই কি গইল্লাম
দেশে এতো জামাই থাইকতে
তোয়ারে বিয়া গইল্লাম।
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
অ বুক লে বুক কি গইল্যাম কি গইল্যাম
সুন্দরী বৌ বিয়া গরাই পোয়া আরাইলাম
কি করলেন ভাইয়া কি করলেন!
ভাবিরে ফালাইয়া দেশে পরবাসী হইলেন!!
মন্তব্য করতে লগইন করুন