মনে কষ্ট পাই
লিখেছেন লিখেছেন ইবনে হাসেম ২৫ আগস্ট, ২০১৪, ১০:৪৬:১১ সকাল
মনে অনেক কষ্ট পাই, যখন দেখি যাদেরকে অতি আপন ভেবে ব্লগ বা ফেবুতে পাওয়া কোন গুরুত্বপূর্ণ স্টেটাস বা লিখা তাদের জন্য আনন্দের খোরাক হবে বা ভালো লাগবে ভেবে নিয়মিত শেয়ার করি, কিন্তু প্রতি উত্তরে তারা সামান্য 'ধন্যবাদটুকু' জানাতেও কৃপণতা করে থাকেন। (ফেবুতে তা 'লাইক' দেয়ার মাধ্যমেও সম্পাদন করা যায়)। তাঁরা এটা কেন ভাবেন না যে -
(১) এভাবে চুপ থাকাটা কিছুতেই আমাদের প্রিয় রাসূলের (সাঃ) সুন্নাত নয়;
(২) এতে করে প্রকারান্তরে কি তাঁরা এটা প্রমাণ করলেন না যে- ওহ! এটা তো আমার আগে থেকেই জানা আছে, তুমি নুতন করে কি জানাবা? অতি সুক্ষ্ণভাবে হলেও এখানে জ্ঞানের অহংকার প্রকাশের সম্ভাবনা একশত ভাগ। শেয়ারকারীর মনে এমন ধারণার যাতে উদ্রেক না হয়, সেজন্য অন্ততঃ এটুকু তো জানানো যায় যে, "ধন্যবাদ, তবে আমি এটা আগেও পড়েছি/দেখেছি..."।
এনাদের নির্লিপ্ততা দেখে মাঝে মাঝে মনে এমন ভাবের উদয় হয় যে, আমি যেভাবে তাদেরকে আপনজন ভাবছি, তারা হয়তঃ আমাকে সেরকম আপন ভাবছেন না। তাই আমার শেয়ারকৃত স্টেটাস এর জন্য কোন জবাব দেয়াটাকে সময়ের অপচয় বলে ভাবছেন না তো? কিন্তু, এমনো কি সম্ভব? আমি মানুষ হিসেবে খারাপ হতে পারি। কিন্তু জানার আওতায় আমি কখনো কারো মনে কষ্ট দিয়েছি বলে তো মনে পড়ে না। আমাদের রাসূল (সাঃ) বলেছেন, কারো সাথে হাসিমূখে সাক্ষাৎ করে দুটো ভালো কথা বলাও সওয়াবের কাজ। তাহলে, এই যে এতো এতো ভালো ভালো স্টেটাস /লিখা শেয়ার করেও যখন কারো নিকট থেকে তার জবাবে 'পেয়েছি' নামক শব্দটিরও দেখা মেলেনা, তখন সন্দেহ হয় রাসূলের বিখ্যাত ঐ হাদিসটি কি তাহলে এ যুগে অচল হয়ে গেল?
তবে বন্ধু বান্ধবদের/নিকটজনদের মাঝে এমনো অনেকে আছেন, যাঁরা হয়তঃ অাদর্শগতভাবে বিপরীত মেরুতে অবস্থান করছেন। তাঁদের কথা আলাদা, তাঁরা জবাব না দিলেও তাতে মনে কষ্ট পাবার কথা নয়। তবে তাদের মাঝে এমনো দু/একজন আছেন, যাঁরা তাঁদের আদর্শের বিপরীত কোন স্টেটাস পেলে বিরক্ত হয়ে বলেই ফেলেন, "ভাই, প্লিজ ঐ সব হাবিজাবি আমাকে পাঠাবেন না, আমি খুব ব্যস্ত মানুষ, পড়ার সময় পাইনা, অযথা ইনবক্স জ্যাম হয়ে থাকে....।" তবু ভালো, এ ক্যাটাগরীর মানুষগুলো কিন্তু আমার মনে হয় এতক্ষণ বর্ণিত অন্যসব ক্যাটাগরীর মানুষগুলো থেকে নৈতিক দিক থেকে এক ধাপ এগিয়ে আছেন। তাঁরা অন্ততঃ তাঁদের আদর্শের বা নীতির সাথে যায় না, এমন কিছু পাঠাতে নিষেধ করে, তাদেরও সময় বাচান, আমারো সময় বাঁচান। কিন্তু অন্য বন্ধুরা যাঁরা আদর্শগতভাবে কাছের, কিন্তু কখনোই 'পেয়েছি' এ বাক্যটুকু জানানোর ও প্রয়োজন বোধ করেন না, তাঁদের সম্পর্কে কি বলবো?
আল্লাহ, এমন অবস্থা থেকে আমাকে নিষ্কৃতি দেবার জন্য তোমার দরবারে আকুল আবেদন জানাই।
বিষয়: বিবিধ
১৩০৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন