১ নং গান : মুছতে এসে আমার চোখের এক বিন্দু জল

লিখেছেন লিখেছেন হাসান কবীর ২৫ আগস্ট, ২০১৪, ১০:১২:৫৯ সকাল



মুছতে এসে আমার চোখের এক বিন্দু জল,

তুমিই সেথায় গড়ে গেলে সাগর অতল ॥

আমি তোমায় বলেছিলাম আমার দুঃখের কথা,

আশায় বুক বেঁধেছিলাম ভুলতে সকল ব্যথা।

তবু কেন আজো আমার নয়ন ছল ছল ॥

বলেছিলে যতন করে আমার চোখের পানি,

মুছে দেবে সেই সাথে সকল দুঃখের গ্লানি।

সুখে আমার নয়ন তখন করছিল টলমল ॥

কোথায় তোমায় ভালবাসা কোথায় সে সোহাগ,

বিকশিত কেন হয়না তোমার সুপ্ত অনুরাগ।

নীরব কেন বন্ধু তুমি বল বল বল ॥

বিষয়: বিবিধ

১৩০৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258037
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:৩৫
কাহাফ লিখেছেন : একাকিত্ত্বের দহনে জলে ভালই লিখেছেন,ধন্যবাদ......।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File