৩ নং গান : ভুলতে আমায় পারবে নাকো
লিখেছেন লিখেছেন হাসান কবীর ২৭ আগস্ট, ২০১৪, ০৮:৫৫:৪৬ সকাল
ভুলতে আমায় পারবে নাকো যতই তুমি চাও,
তোমার হৃদয়ে নোঙর পেতেছে আমার প্রেমের নাও ॥
এ ঘাট ও ঘাট ঘুরলাম কত দেখলাম কত জনা,
মন যে আমার উদাসী তাই হয়নি বনিবনা।
অবশেষে তোমার ঘাটে ভিড়ল আমার নাও। ঐ
পানসী আমার ভাসে জলে
কত ব্যথা বুকের তলে
সব ভুলব যদি আমায় ভালবাসা দাও। ঐ
যাবো না আর এ ঘাট ছেড়ে
ঝঞ্ঝা যতই আসুক তেড়ে
মুক্ত মনে হে প্রেয়সী ভালবাসা নাও। ঐ
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন