ওরে আমার লোভী মন

লিখেছেন লিখেছেন হাসান কবীর ২৬ এপ্রিল, ২০১৪, ১০:৫৭:১২ সকাল

ওরে আমার লোভী মন

ওরে আমার লোভী মন

তুই ধন কামাই করিস কতই

করিয়া যতন,

একবারও তুই ভাবলিনা রে

করছিস তু্‌ই এসব কি রে

তোর দেহ ছেড়ে পাখি একদিন

ছাড়বে এ ভুবন ॥

টাকা টাকা করলি শুধু

ঘরে পোষলি রঙীন বধু

দেহটাকে ভাবলি যে আপন,

ভাবলি না এই দেহ একদিন

তোর বিরুদ্ধেই কইবে সেদিন

প্রভুর সামনে দাঁড়াবে যখন ॥

গাড়ি করলি বাড়ি করলি

শোভা করলি তার নারী

তোর রঙীন এ ভুবন,

ঐ পারের সম্বল আছে কি তোর

যাবে যে অনেক দূর

জানিস কি ঐ তরী ছাড়ার আছে কতক্ষণ ॥

(আমার “তবুও মানুষ বাঁচে” গ্রন্থ থেকে)

বিষয়: বিবিধ

১২৮৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213401
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৩
নীল জোছনা লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ..অনেক ধন্যবাদ
213440
২৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
213565
২৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম... লিখতে থাকুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File