কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না
লিখেছেন লিখেছেন ইবনে হাসেম ০২ আগস্ট, ২০১৫, ০৪:৪৬:২১ রাত
আসসালামু আলাইকুম। নানাবিধ কারণেই অনেকদিন যাবৎ প্রিয় ব্লগ ও ব্লগের ভাই বোনদের থেকে বিচ্ছিন্ন ছিলাম। অনেকটা না জানিয়েই যেন দরজা বন্ধ করেছিলাম, তাই ক্ষমাপ্রার্থী।
তবে, এখনো যে দরজার পাট খুলেছি, তা কতোদিন খুলে রাখতে সক্ষম হবো এ ব্যাপারে দ্বিধা দ্বন্ধে ভূগছি। তবে প্রিয় ব্লগের বন্ধুদের সাথে আলাপ পরিচয় যাতে দীর্ঘ্যদিন যাবৎ এভাবে আর বন্ধ না থাকে সে ব্যাপারে সচেষ্ট থাকার চেষ্টা করবো, এতটুকু বলতে পারি।
অনেকদিন দেশের বাইরে ছিলাম, বর্তমানে দেশে অবস্থান করছি। কতোদিন থাকবো তা অবশ্য উপরওয়ালার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কারণ, দেশ তো আর দেশ নেই। আইন, আদালত, প্রশাসন, ব্যবসা বানিজ্য, লেন দেন, সর্বত্রই চলছে এক অরাজকতা। প্রায় তিন দশক পূর্বে একটি বাংলা ছবি দেখেছিলাম "হীরক রাজার দেশে" নামে ছিল যার নামকরণ। তখন সেটা দেখে, এই দেশটার সাথে আমার দেশের মিল খূঁজার চেষ্টা করেছিলাম। মনে হয়েছিল এই মিল খুঁজায় আমি ৪০/৫০ ভাগ সমর্থ হয়েছিলাম। কিন্তু বর্তমানে যখন সেই একই ভাবে মিলাতে যাই, মনে হয় যেন "হীরক রাজার দেশে"-র চাইতে আরো ১০০ ভাগ অধিক করুণ অবস্থার মধ্যে দেশবাসী দিন গুজরান করছে।
দেশের মানুষ যেন সবসময় এক নিদারুণ শংকার মাঝেই দিন কাটাতে বাধ্য হচ্ছে। কখন কার বুকের ধন লাশ হয়ে ঘরে ফিরবে, কিংবা আদৌ লাশটিরও হদিস পাওয়া যাবে কিনা, কখন কেউ ফোন করে বলবে, আপনার সন্তান অমুক খানে, তাকে পেতে হলে ১০ লাখ টাকা নগদ নিয়ে আসুন, কখন হাসপাতালের ইমার্জেন্সী হতে ফোন আসবে "আপনার আপনজন সড়ক দূর্ঘটনার শিকার হয়ে এখন লাশঘরে আছে, ....." এসব শংকা যেন এখন মানুষকে রাত্রদিন কুরে কুরে খাচ্ছে।
এইতো সেদিন, দিনে দুপুরে, মানে সকাল ১০টার দিকে (ছুটির দিনে) ঘরে ঢুকে চোর বেটা আমার প্রায় লাখ খানেক টাকার জিনিষপত্র নিয়ে চম্পট। আমি এক কাজে সামান্যক্ষণ বাইরে বেরিয়েছিলাম, দরজাটা ভেজিয়ে, এই ফাঁকেই আমার কর্ম সারা। গিন্নী আর কন্যা তখনো ঘুমে অচেতন। ঘরে ফিরে দেখি চোর যা করার তা করে ফেলেছে। পুলিশে খবর দিবো? কোন লাভ নেই, এমনই বললেন প্রতিবেশী আর আপনজনরা। বরং তা উদ্ধারের চাইতে বরং এমন অবস্থা হবে শেষ পর্যন্ত যে, নিজেকেই পুলিশের হয়রানী থেকে বাঁচার জন্য "ছেড়ে দে মা, কেঁদে বাঁচির" প্রবাদের দারস্থ হতে হবে।
আজ এখানেই সমাপ্তি টানতে হচ্ছে, একটু পরেই ফজরের জামাআত। সবার নিকট দোয়া চেয়ে এবং পুনঃ ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি।
বিষয়: বিবিধ
১৭২৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি কি দেশপ্রেমিক? মানে নিয়মিত মদ্যপান, টেন্ডারবাজি, ধর্ষণ এগুলো কি আপনার সাফল্যের মেট্রিকস?
আপনি কি ভারতমাতার জন্য জাতি, ধর্ম, সংস্কৃতি সব বিসর্জন দিতে রাজি?
আপনি কি নিজ দেশে মৌলবাদ খুজেন কিন্তু মোদির সান্নিধ্যে স্বর্গসুখ পান?
স্বাধীনতা স্বাধিনতা বলে মুখে ফেনা তুলেন কিন্তু সমাজের সর্বত্র ঘুষ দুর্নীতির আপনিও একজন গর্বিত অংশীদার?
গণতন্ত্র ধর্ম এসবের দায়িত্ব সানন্দে জামানত হারানো ইনুর হাতে তুলে দিয়েছেন?
উপরের কিছুই যদি আপনি না হোন, তাহলে বাংলাদেশ আপনার নয়।
বাংলাদেশ মুজিব ধর্মের অনুসারী মুক্তিযুদ্ধের চেতনাধারীদের। একসময় ছিল বৃটিশের, পরে পাকিস্থানের - এখন শুধুই মুজিবের!
সুন্দর কমেন্টস্, অনেক ধন্যবাদ।
আমরা তো করছি , আপনিও পারবেন।
চোরেরা ফজরের নামাজে যারা যায় তাদেরকে আগে টার্গেট করে। গৃহস্বামী নামাজে গেলে হয়ত ঘরের দরজা কদাচিত খোলা থাকতেই পারে, তখন মেইন গেট ও খোলা থাকে। আর সে সময় দারোয়ান গভীর রাতের ঘুমে অচেতন থাকেন। চোরদের জন্য এটাই উত্তম সময়। যাক আপনি বিলক্ষণ সেটা বুঝে গেছেন।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত এই কারণেই সহযোগীতা দিয়েছিল যে, কোন একদিন বাংলাদেশে লেন্দুপ দর্জীর মত কাউকে পেয়ে যেতে পারে। আজ তারা পেয়েও গেছে। ভারত ও ভারত প্রেমীদের কাছে দাড়ি-টুপি ওয়ালা মসজিদ মুখী মানুষগুলোই তাদের প্রকৃত শত্রু। মানুষের মান ভেদে হয়ত, ধরপাকড়ের ধরনে হেরপের আছে কিন্তু সবাই তাদের খাতায় লাল কালি মারা। এ সমস্ত মানুষের জন্য বর্তমানের বাংলাদেশ একটি চলমান জাহান্নাম।
অন্যরা রাস্তার কোমড় পানিতে দাড়িয়ে মুহিত মার্কা হাসি দিয়ে বলছে, দেশ এখন উন্নয়নের জোয়ারেই ভেসে যাচ্ছে। কেননা তাদের পকেট এতটাই ভারী হয়েছে যে, পকেটেও অর্থ কড়ির জোয়ার শুরু হয়েছে। অনেক ধন্যবাদ
আশাকরি নিয়মিত হবেন।
গৃহস্থকে সব সময় সজাগ থাকতে হবে। চোরদের আল্লাহ ঈমান দিন।
ধন্যবাদ।
আল্লাহতায়লা আপনার উপর রহম করুন।
আল্লাহ আমাদের সবার উপর রহম করুন, আমিন।
সমস্যার পাহাড় ডিংগিয়ে আবার এসেছেন ফিরে-
সবার প্রিয় এই ব্লগ নীড়ে!
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা!!
মন্তব্য করতে লগইন করুন