নারসিসিস্টের মোনোলগ।
লিখেছেন লিখেছেন রক্তলাল ০২ আগস্ট, ২০১৫, ০৯:১৫:১৫ সকাল
[বিলাই নিজেরে আয়নাতে সিংহ দেখে]
নিজেকে নিয়ে ভাবতে আমার বড়ই ভালো লাগে,
এই পৃথীবির সবাই পিছে, আমি সবার আগে।
আমি জ্ঞানী আমি গুণী মোল্লা, ঠাকুর সব;
আমায় নিয়ে চলত যদি সদাই কলরব।
শিল্পী আমি নাচিও ভালো, মঞ্চে নটরাজ,
শুধু আমায় একাই মানায় তকমা মুকুট তাজ!
সব বেটারা বুঝে কিছু? আছে কি ডিগ-রী?
জ্ঞানের জন্য জাপান গেছি, বার্লিন ও সিক্-রি।
সারা বিশ্বের ম্যাপটা আমার নখের দর্পনে,
জ্ঞানের জাহাজ পন্ডিত আমি, জানে কোনজনে?
নিজের গুণে নিজে মুগ্ধ হারাচ্ছি সম্বিত,
আত্নভাবনায় মগ্ন এখন কিসের হিতাহিত?
বিষয়: বিবিধ
১১৩৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ সিক্রি জায়গাটা কোথায় ?
মূল কথা মনের ভাব প্রকাশ করা যেটা আপনি খুব ভালো পারেন এবং করেন ধন্যবাদ।
মিথ্যা বলেন ভেংচি হেসে।
ক্ষমতা তার অনেক বেশি,
যাকে তাকে দিবেন ফাঁশি।
দেশটা তাহার পিতামহের,
আর যতসব ভিন্ন গ্রহের...।
বিঃদ্রঃ রক্তলাল অসাধারন...
সত্যিই সমাজটা আজ এমন
জ্ঞানিরা অহমিকায় মগ্ন
ধনিরা অধিক সঞ্চয়ে ব্যস্ত
গরীবরা আল্লাহর দোষ খুজতে ব্যস্ত
সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন