নারসিসিস্টের মোনোলগ।

লিখেছেন লিখেছেন রক্তলাল ০২ আগস্ট, ২০১৫, ০৯:১৫:১৫ সকাল



[বিলাই নিজেরে আয়নাতে সিংহ দেখে]

নিজেকে নিয়ে ভাবতে আমার বড়ই ভালো লাগে,

এই পৃথীবির সবাই পিছে, আমি সবার আগে।

আমি জ্ঞানী আমি গুণী মোল্লা, ঠাকুর সব;

আমায় নিয়ে চলত যদি সদাই কলরব।

শিল্পী আমি নাচিও ভালো, মঞ্চে নটরাজ,

শুধু আমায় একাই মানায় তকমা মুকুট তাজ!

সব বেটারা বুঝে কিছু? আছে কি ডিগ-রী?

জ্ঞানের জন্য জাপান গেছি, বার্লিন ও সিক্-রি।

সারা বিশ্বের ম্যাপটা আমার নখের দর্পনে,

জ্ঞানের জাহাজ পন্ডিত আমি, জানে কোনজনে?

নিজের গুণে নিজে মুগ্ধ হারাচ্ছি সম্বিত,

আত্নভাবনায় মগ্ন এখন কিসের হিতাহিত?

বিষয়: বিবিধ

১১৩৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333103
০২ আগস্ট ২০১৫ সকাল ০৯:৪৬
হতভাগা লিখেছেন : জ্ঞানের জন্য জাপান গেছি, বার্লিন ও সিক্রি

০ সিক্রি জায়গাটা কোথায় ?
০২ আগস্ট ২০১৫ সকাল ০৯:৪৮
275275
রক্তলাল লিখেছেন : ভুগোলের পাশেই - https://en.wikipedia.org/wiki/Fatehpur_Sikri
333108
০২ আগস্ট ২০১৫ সকাল ১০:৩৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ আগস্ট ২০১৫ সকাল ১০:৫৪
275296
রক্তলাল লিখেছেন : Happy ধন্যবাদ
333113
০২ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বিলাই দিয়ে উদাহরণ দিলেন, জানিনা তারা অপমানিত হল কিনা। তবে বিলাই আমার পছন্দের প্রাণীদের অন্যতম। যাক, সুন্দর কবিতা। আমি কবিতা লিখতে পারিনা। অনেক ধন্যবাদ
০২ আগস্ট ২০১৫ সকাল ১০:৫৪
275295
রক্তলাল লিখেছেন : কবিতা বা কিছুই লিখি না আমি Happy
মূল কথা মনের ভাব প্রকাশ করা যেটা আপনি খুব ভালো পারেন এবং করেন Happy ধন্যবাদ।
333121
০২ আগস্ট ২০১৫ সকাল ১১:০৪
অনেক পথ বাকি লিখেছেন : আমাদের মাঝে এই অহমিকাটা বেশী। জানা কম থাকলেও অন্যকে জানান দেই যে আমরা বেশী জানি
০২ আগস্ট ২০১৫ সকাল ১১:২৯
275309
রক্তলাল লিখেছেন : সইত্য! ধন্যবাদ।
333130
০২ আগস্ট ২০১৫ সকাল ১১:৫৯
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আগে পিছে ভাবেন্না সে,
মিথ্যা বলেন ভেংচি হেসে।

ক্ষমতা তার অনেক বেশি,
যাকে তাকে দিবেন ফাঁশি।

দেশটা তাহার পিতামহের,
আর যতসব ভিন্ন গ্রহের...।
বিঃদ্রঃ রক্তলাল অসাধারন... Thumbs Up Bee
০২ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৩
275367
রক্তলাল লিখেছেন : ধন্যবাদ Happy
333165
০২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১০
আবু জান্নাত লিখেছেন : Bee Bee Bee Bee Bee
সত্যিই সমাজটা আজ এমন
জ্ঞানিরা অহমিকায় মগ্ন
ধনিরা অধিক সঞ্চয়ে ব্যস্ত
গরীবরা আল্লাহর দোষ খুজতে ব্যস্ত

সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
০২ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৩
275368
রক্তলাল লিখেছেন : মন্তব্যের জন্য শুকরিয়া Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File