যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ
লিখেছেন লিখেছেন রক্তলাল ০৫ আগস্ট, ২০১৮, ০৪:০৬:৩৬ বিকাল
যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ
যদি তুমি রুখে দাও তুমি বাংলাদেশ
রাজপথে নেমেছে জনতা - এ আমাদের ট্রেইনিং।
পারবেনা এ জাতিকে স্তব্ধ করে দিতে। পারেনি বৃটিশ, পারেনি ইয়াহিয়া, পারেনি আইয়ুব বা এরশাদ।
আজ সময় এসেছে রাস্তায় নামার - ভয়ংকর দৈত্যকে জানিয়ে দেয়ার - "ভয় পাইনা"
তিতুমীর, সোহরাওয়ার্দী, শেরে বাংলা, ভাসানী আমাদের নাড়িতে সংগ্রাম আর গণতন্ত্রের বীজ যে বপণ করে গেছেন। আমরা কি থামব?
বিষয়: বিবিধ
১৩৮৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন