এক পাক্ষিক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ আগস্ট, ২০১৪, ০২:১৩:১৯ দুপুর
সাইলেন্ট করা ছিল শুনতে পাইনি
-
ও রিং করেছিলে বুঝি? খেয়াল করিনি
-
চার্জ ছিলনা তাই অফ ছিল অন্য কিছুনা
-
কাল একটু জলদি ঘুমিয়েছিলাম, আর ঘুমটা এতো এতো পেয়েছিল শুনতে পাইনি
-
এমনিতে রিসিভ করা হয়নি, অন্য কোন কারন ছিলনা, কথা বলতে ইচ্ছে করছিলনা তাই
-
উফ প্রতিদিন একই প্রশ্ন আর ভাল লাগছেনা, তুমি কেন বুঝতে পারছনা আমি তোমাকে এড়িয়ে চলছি
-
আমি বুঝিনা পৃথিবীতে এতো এতো লোক থাকতে আমাকেই কেন ভালবাসতে হবে তোমাকে
-
আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দাও প্লিজ
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন