-মেয়ে -

লিখেছেন লিখেছেন অচীন পথিক ২০ আগস্ট, ২০১৪, ০২:২২:২৭ দুপুর

মেয়ে মানে মা,বোন,স্ত্রী, সন্তান।

তাই এদের মন থেকেই খুব সম্মান করি।

কখনো কোন বোন সম্পর্কে খারাপ

মন্তব্যও তাই আসেনি ....

কিন্তু আজ কাল এই বোনেরা, এই

স্ত্রীরা, যখন

অযথাই বিলিয়ে দিচ্ছেন তাদের

শরীর ,চেহারা সতীত্ব তখন খুব খারাপ

লাগে....

উদাহরণ স্বরূপ এই ফেসবুক টাকেই ধরুন

আধুনিকতার আড়ালে প্রতিনিয়ত এই

ফেসবুকেই হাজারো ফটো

আপলোড দিয়ে বিলিয়ে দিচ্ছেন

তার চেহারা

বা বাস্তবিক জীবনেও ধরুন...

আর যতজন দেখছেন তারাও হয়ে যাচ্ছেন

পাপী জাহান্নামের খাতায় নাম

লেখন কারী।

প্রশ্ন কীভাবে? ???

একজন মেয়ে বা বোন বা স্ত্রী চার

প্রকারের মানুষদের

কে জাহান্নামে নিয়ে যাবে ।

•যে বাবা মা তার সন্তান

কে বেপর্দা চলতে বারণ করেনি ও

তাকে বেপর্দা হতে বিরত রাখেনি ।

•যে ভাই তার বোনকে বেপর্দা ঘর

থেকে বেরুতে দিয়েছে।

*•যে সকল ব্যক্তি বর্গ তাহার

দিকে লোলোপ

চোখে তাকাচ্ছে বা দেখছে।

•যে স্বামী তার স্ত্রী কে পর্দাহীন

ভাবে ঘর থেকে বেরুতে দিয়েছে ।

ভাইয়া এবার দেখুন আপনি তিন

নাম্বার স্তরে পড়ছেন কিনা???

আর বোন আপনি ফেসবুকে সুন্দর সুন্দর

ফটো আপলোড দিবেন,সেজেগুজে বাইর

হবেন সমস্যা নাই আপনি শুধু নিজের জন্য

জাহান্নাম কে অর্জন করছেন ।

সবশেষে বের্পদাহীন নারী আর

পতিতালয়ের নারীদের মধ্যে পার্থক্য

হল পতিতালয়ের

নারীরা অর্থের জন্য তাদের দেহ

বিক্রি করছেন আর আপনি সৌন্দর্য

দেখাতে গিয়ে নিজের দেহ

ফ্রি তে বিক্রি করছেন ।

-আমি খারাপ

লিখি তা জানি খারাপ

লাগবে কথাগুলো তাও জানি আমার

বোন নাই তাই লিখার মাধ্যমে সব

বোনকে সতর্ক করি-

-ব্লগার অচীন পথিক(রিদোয়ান)

বিষয়: বিবিধ

১০৫০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256346
২০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫২
কাজি সাকিব লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File