শুধরাবে কী আপু

লিখেছেন লিখেছেন অচীন পথিক ০৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৪১:৪৫ বিকাল

১.আপু আমি যদি আপনার

ঠোটে মাছের আইশ

ঘষে দিই

তবে আপনি কি করবেন?

___ বেয়াদব। এক

চড়ে তোমার সব

দাত

ফেলে দেব।

___

তাহলে ঠোটে লিপিস্টিক

লাগাইছেন ক্যান?

জানেন

না লিপিস্টিক

মাছের আইশ

দিয়ে তৈরি হয়।

২.

আপনি কি মুসলিম?

আপনি কি সতী?

___হ্যাঁ। কেন?

সন্দেহ হয়?

--- তাহলে টিপ

পরছেন ক্যান?

ইব্রাহিম

(আঃ) এর

কাহিনী পড়েন

নাই?

জানেন

না এটা বেশ্যাদের

চিহ্ন?

৩.

আপু আপনি কি চান

যে আপনার

স্কিন

ক্যান্সার হোক?

___কি যা তা বলছ।

কেউ কি চায়

যে তার এত বড়

একটা রোগ হোক।

___

তাহলে ওড়নাটা ভাল

করে গায়ে দেন।

২০০৪

সালে আমেরিকার

সমীক্ষা মতে মেয়েদের

স্কিন

ক্যান্সারের

প্রধান কারন

ওড়না না ব্যাবহার

করা।

৪.

আপনি কিসে পড়েন?

বিশ্ব্বদ্যালয়ে।

ওখানে কি লেখাপড়া শেখায়?

না অসভ্যতা শেখায়?

____ মানে কি?

ফাযলামি কর?

বড়দের

সম্মান

করতে জানো না।

____

না মানে আপনার

গায়ে গেঞ্জি আর

থ্রি কোয়ার্টার

প্যাণ্ট

দেখে মনে হচ্ছে না যে ওখানে পড়ালেখা শেখায়।

আর আপনি আমার

সামনে যা পরে এসেছেন

তাতে আমি আপনাকে অসম্মান

করছি না।

বরং আপনিই

নিজেকে অসম্মান

করার

বস্তু

হিসাবে ব্যাবহার

করছেন-

সেটাভেবে দেখবেন।

=> নিজেদের একটু

সচেতনতা জীবন

মরণ

আর

দোযখ

বেহেশতের

মাঝে ফারাক

গড়ে দিতে পারে।

বিঃদ্রঃ=>

লেখাগুলি জীবনের

পারিপার্শ্বিক

থেকে নেওয়া এবং এগুলি পুরাপুরি সত্য।

কারো সাথে মিলে গেলে আমাকে দোষ

দেয়ার

আগে নিজে ভালোভাবে ভেবে দেখবেন॥

বিষয়: বিবিধ

১২০৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263008
০৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০১
নূর আল আমিন লিখেছেন : বেশ্যারা শুধরাবে না
263038
০৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
বাজলবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
263073
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৯
আবু জান্নাত লিখেছেন : আল্লাহ তায়ালা যদি হিদায়েত না করেন, জান্নাতের আখাঙ্কা ও জাহান্নামের ভয় যদি না থাকে, তাহলে পরিবর্তন হবে না।
263136
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৪৮
কাহাফ লিখেছেন : আখেরাতের ভয় ও নৈতিক দায়বদ্ধতা ছাড়া আজকের সমাজের এ অসভ্যতা রোধ করা যাবে না। সবাইকে সচেতন হতে হবে আগে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File