মিথ্যা ধরার ঘড়ি

লিখেছেন লিখেছেন অচীন পথিক ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৫৯:৩৩ দুপুর

একদিন এক

সরকারী মন্ত্রী স্বপ্নের

রাজ্য গেল ।

সেখানে সে এখন এক

দরবেশের ঘরে অনেক

গুলো ঘড়ি দেখতে পেল

। তখন সে দরবেশ

কে জিঙ্গেস করল;

ঘড়ি গুলো দিয়ে কি হয় ?

দরবেশ :

এগুলো মিথ্যা নির্ণয়

করার গড়ি ।

পৃথিবীর সকল মানুষের

জণ্য

একটা করে ঘড়ি আছে ।

যে যখন

মিথ্যা বলে তখন

তার ঘড়ির

কাটা টা একবার

ঘুরে ।

মন্ত্রী: এটা কার ঘড়ি?

দরবেশ:মাদার

তেরেসার, কোনদিন

ঘুরেনি মানে তিনি জীবনে মিথ্যা বলেন

নি ।

মন্ত্রী: এটা? (আরেক

টা দেখিয়ে।

দরবেশ:ভাসানির । ৫

বার ঘুরেছে ।

মানে তিনি জীবনে ৫

বার মিথ্যা বলেছেন

মন্ত্রী:আমার

ঘড়ি কোথায়?

দরবেশ: ওটা ওরঙ(দরবেশ

এর শিষ্য) এর কাছে ।

মন্ত্রী:কেন?







দরবেশ:

ওটা দিয়ে সে ফ্যান

(fan) চালাচ্ছে ।

বিষয়: রাজনীতি

১২৭৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263253
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
263262
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৫
কাহাফ লিখেছেন : ফানের মোড়কে বর্তমান রাজনৈতিক ব্যক্তিবর্গের মিথ্যাচারের আধিক্যতা প্রকট ভাবে ফুটে উঠেছে।হুশে আসবে কি নেতা-খেতারা.....?
263314
০৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪২
শফিউর রহমান লিখেছেন : দারুন গল্প - দারুন সত্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File