# কাটে কেক চাইয়া দেখ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ আগস্ট, ২০১৪, ১১:২৯:৫৭ সকাল



খেক খেক খেক খেক

আমরা খামু খালেদার কেক

যতই কর কান্না কাটি

খাইয়া কমু চাইয়া দেখ।

কই গেলিরে মতিয়া বানু

কইরে আমার সৈয়দ পোলা

কামরুল নাচে মান্দার গাছে

হাসান মাহমুদ আলাভোলা

নতুন নামছে ডেপুটি স্পিকার

পুরান পাগলের ভাত নাই

যতই কর কান্না কাটি

চাইয়া থাক আমরা খাই।

বিষয়: বিবিধ

১০১৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256258
২০ আগস্ট ২০১৪ সকাল ১১:৩৩
কাহাফ লিখেছেন : সবাইকে দিয়ে খাওয়া ভাল,নহলে পেট খারাপ হবে।
২০ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৭
199915
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue
আগষ্ট মাসের কেক সবার পাওয়া উচিত, ঠিক বলেছেন
256286
২০ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৬
হতভাগা লিখেছেন : ছবিতে সবাইকে দেখছি , কিন্তু কাউকে দেখছি না যে ?
২০ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৭
199916
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue
256311
২০ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কেক খাওয়া ভাল না!!!
তা মিরু কেক খাওয়ায় নাই??????
২০ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৩
199919
বাকপ্রবাস লিখেছেন : ক্যাকটা একটু ছ্যাকা ছিল
খাইতে সেই রকম
একবার খাইলে দিল খোস
হয়না আর হজম
256444
২০ আগস্ট ২০১৪ রাত ০৯:০৮
শেখের পোলা লিখেছেন : খাড়ান, খুব শিঘ্র সংসদে আইন পাশ হবে ১৫ আগষ্ট কারও বাচ্চা পয়দা হতে পারবে না, কোন বিয়ে হবেনা৷ সাদিন সকলে শুধুই কাঁদবে৷
২০ আগস্ট ২০১৪ রাত ১০:০৪
200078
বাকপ্রবাস লিখেছেন : আইন পাশ হবার আগে বুকিং দিইয়া লই.........Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File