# বৃষ্টি আর আমাদের শহর
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ আগস্ট, ২০১৪, ১২:৪৩:৩৮ দুপুর
অবিরাম বৃষ্টি টুপটুপ ঝমঝাম
চলছেনা রিকশা কিংবা টমটম
হাটুজল ছাড়িয়ে কোমরের নিশানা
নিচতলা ডুবে আছে দুই তলা ঠিকানা।
যাব কি যাবনা স্কুল কলেজে
অপিসে যেতে হবে পেটের গরজে
হাতে নিয়ে এক্সট্রা জামা আর ছাতাটা
শরীরটা ভেসে যাক; ঠিক থাক মাথাটা।
সব দোষ নন্দ ঘোষ নগর পিতার
ভোট কেন দিয়েছিলাম ভাবছি তিনবার
রাখছিনা খবরটা নালা আর নর্দমা
বেদখলে হয়ে গেছে বিল্ডিং কারখানা।
নগর মেয়র মঞ্জুর নাম তার
চুপচাপ বসে আছে কাজকাম নাই আর
আসুন তাই উপায় নাই নিজের বুদ্ধিতে
নৌকাটা ভাসিয়ে দিন যাওযা আসার রাস্তাতে।
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুশি ছিল সবাই
এখন মহা বিরক্ত
পারলে টেনে নামায়
মন্তব্য করতে লগইন করুন