¤ নামাজ সম্পর্কে কতিপয় দার্শনিকের মতামত ¤
লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ১৯ আগস্ট, ২০১৪, ১২:০৬:৪৯ দুপুর
নামাজ হল শ্রেষ্ঠ ইবাদত।মুসলিম ও কাফিরদের মধ্যে পার্থক্য হলো নামাজ।মুসলমানরা নামাজ পড়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।নামাজ আমাদেরকে যাবতীয় পাপ থেকে রক্ষা করে এবং আধ্যাত্মীকতার উচ্চ শিখরে আরোহণ করায়।তবে নামাজ হতে হবে পরিপূর্ণ।অর্থাৎ রাসুল(সাঃ)-এর সুন্নত অনুযায়ী।নামাজ সম্পর্কে কতিপয় দার্শনিকের মতামত এখানে তুলে ধরা হলোঃ
ইউরোপীয় দার্শনিক রিভরান লীভান নামাজের ফযিলতের ব্যাপারে বিশ্লেষন করতে গিয়ে বলেনঃ¤ আমি কয়েকবার খ্রীস্টান ও ইহুদিদের উপাসনার সাথে মুসলমানদের নামাজের তুলনা করেছি।অবশেষে প্রমাণীত হয়েছে যে,ইসলামী নামাজ উত্তম।আমি উপলব্ধি করেছি যে,ইসলামী নামাজ কয়েক নামাজের সমষ্টি।এর মধ্যে আল্লাহর প্রশংসা,পবিত্রতা ও গুণকীর্তন ছাড়া ও এক স্বর্গীয় আকাঙ্ক্ষা ও রয়েছে।ইসলামী নামাজে আরো একটি বৈশিষ্ট্য রয়েছে তা হলো এই যে,এর মধ্যে কুরআন তিলাওয়াত,রুকু,সেজদা এবং তাশাহুদ রয়েছে তার মধ্যে কাকুতি মিনতি এবং আশ্চর্য ধরনের আধ্যাত্মিক শক্ষির ওপর কান্নাকাটিও রয়েছে। আমি বেশীরভাগ জুমুআর দিন আলেক্সান্দ্রার জামে মসজিদে শুধু ইসলামী নামাজের অবস্থা দেখার জন্য যেতাম।আমি যখন খতীবের জোশে ভরা বক্তৃতা,কাতারগুলোর ধারা,রুকু,সেজদার গুরুত্ব এর ওপর চিন্তা করি তখন আমার অন্তরের ওপর আশ্চর্য প্রভাব পড়ে যা বর্ণনা করা সম্ভব নয়।আমি বুঝতে পেরে ছিলাম যে,ইসলাম আমাকে আহবান করছে এবং তার ইবাদতের পূর্ণ পদ্ধতি আমার আত্মার ওপর প্রভাব বিস্তার করছে..….…চলমান
বিষয়: বিবিধ
১৮১০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারণ নামাজের কোন কাজা নেই ।
আপনার মত মানুষ সালাত নিয়ে লিখছেন। আমাদের সকলের জন্য উপকার হবে প্রত্যাশা করি।
মন্তব্য করতে লগইন করুন