জাহান্নামের ভয়াবহতা
লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ০৮ সেপ্টেম্বর, ২০১৪, ১১:০৫:৫৫ রাত
'কিছু গাধা আছে, বলে, "ঠিক আছে,
জাহান্নামে যাওয়ার
পরে জান্নাতে একদিন যাব!! ঐ
গাধা জানেই না জাহান্নামে ওর নামতেই
কত সময় লাগবে! শুধু জাহান্নামে পড়তেই যদি সময়
লাগে ৭০ বছর যাবত, তাহলে বের হতে ওর কত
সময় লাগবে? শাস্তিই বা কখন মওকূফ
হবে??'' ------------> শাইখ মুযাফফর বিন মুহসিন ---------------------------------------------
---------------------------------------------
-----
একদিন নাবী (সঃ) সাহাবাদেরকে বললেন,
"তোমরা কি একটা শব্দ শুনতে পেলে??"
সাহাবা (রাঃ) রা বললেন, "হা, শুনতে পেলামতো।" তিনি (সঃ) বললেন,
"তোমরা কি জান ওটা কিসের শব্দ?"
তারা উত্তর দিল, "আল্লাহ্ ও তাঁর রসূল
ই ভাল জানেন।" তখন নাবী (সঃ) বললেন, "আজ থেকে ৭০ বছর
পূর্বে জাহান্নামের মুখে একটি পাথর
ছেড়ে দেয়া হয়েছিল, ৭০ বছর যাবত পরে এখন
আজকে জাহান্নামের
তলদেশে পাথরটা নিক্ষিপ্ত হলো।" (সহীহ
মুসলীম) ---------------------------------------------
------------------------------------------------- এই
হাদীসটা থেকে এটা সুষ্পষ্টভাবে বুঝা যায়,
জাহান্নামে নামতেই ৭০ বছর সময়
লেগে যাবে, উঠতে কত সময়
লাগবে তা আল্লাহ্ ই ভালো জানেন আর এর
পাশাপাশি শাস্তি মওকূফ হওয়ার বিষয়টিতো রয়েছেই। নোটঃ যারা ঈমান আনার পর নিশ্চিন্ত
মনে একের পর এক পাপাচার এই ভেবে করেই
চলেছেন যে, ঈমান আনার ফলে একদিন
জান্নাতে যাবেই (শিরক মুক্ত
থাকা সাপেক্ষে) তাদের সতর্ক হবার সময়
এসেছে! দুনিয়ার আগুন ৭০ সেকেন্ড সহ্য করার
ক্ষমতা যেখানে নেই, সেখানে ৭০ বছর
যাবত সময় নিয়ে জাহান্নামের
আগুনে নিক্ষিপ্ত হবার পর কখন সেখান
থেকে বের হতে পারবেন তা আল্লাহ্ ই
ভালো জানেন। কাজেই আজ এখন থেকেই ঈমান আনার
পাশাপাশি, শিরক মুক্ত থাকার
পাশাপাশি জাহিলিয়াত তথা সকল পাপ
থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ্
তা'আলা আমাদেরকে সরাসরি জান্নাত দান
করুক, জাহান্নামের আগুন
থেকে আমাদেরকে রক্ষা করুক, আমীন। (সংগৃহিত)
বিষয়: বিবিধ
১৪৮৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর লিখাটির জন্য ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
''তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহর উপর মিথ্যা চাপায় ?''
এরকম কথা পবিত্র ক্বুরআনে আল্লাহ বলেছেন ।
( আল্লাহ আমায় ক্ষমা করুন , আল্লাহই সর্বজ্ঞানী )
মন্তব্য করতে লগইন করুন