জাহান্নামের ভয়াবহতা

লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ০৮ সেপ্টেম্বর, ২০১৪, ১১:০৫:৫৫ রাত

'কিছু গাধা আছে, বলে, "ঠিক আছে,

জাহান্নামে যাওয়ার

পরে জান্নাতে একদিন যাব!! ঐ

গাধা জানেই না জাহান্নামে ওর নামতেই

কত সময় লাগবে! শুধু জাহান্নামে পড়তেই যদি সময়

লাগে ৭০ বছর যাবত, তাহলে বের হতে ওর কত

সময় লাগবে? শাস্তিই বা কখন মওকূফ

হবে??'' ------------> শাইখ মুযাফফর বিন মুহসিন ---------------------------------------------

---------------------------------------------

-----

একদিন নাবী (সঃ) সাহাবাদেরকে বললেন,

"তোমরা কি একটা শব্দ শুনতে পেলে??"

সাহাবা (রাঃ) রা বললেন, "হা, শুনতে পেলামতো।" তিনি (সঃ) বললেন,

"তোমরা কি জান ওটা কিসের শব্দ?"

তারা উত্তর দিল, "আল্লাহ্ ও তাঁর রসূল

ই ভাল জানেন।" তখন নাবী (সঃ) বললেন, "আজ থেকে ৭০ বছর

পূর্বে জাহান্নামের মুখে একটি পাথর

ছেড়ে দেয়া হয়েছিল, ৭০ বছর যাবত পরে এখন

আজকে জাহান্নামের

তলদেশে পাথরটা নিক্ষিপ্ত হলো।" (সহীহ

মুসলীম) ---------------------------------------------

------------------------------------------------- এই

হাদীসটা থেকে এটা সুষ্পষ্টভাবে বুঝা যায়,

জাহান্নামে নামতেই ৭০ বছর সময়

লেগে যাবে, উঠতে কত সময়

লাগবে তা আল্লাহ্ ই ভালো জানেন আর এর

পাশাপাশি শাস্তি মওকূফ হওয়ার বিষয়টিতো রয়েছেই। নোটঃ যারা ঈমান আনার পর নিশ্চিন্ত

মনে একের পর এক পাপাচার এই ভেবে করেই

চলেছেন যে, ঈমান আনার ফলে একদিন

জান্নাতে যাবেই (শিরক মুক্ত

থাকা সাপেক্ষে) তাদের সতর্ক হবার সময়

এসেছে! দুনিয়ার আগুন ৭০ সেকেন্ড সহ্য করার

ক্ষমতা যেখানে নেই, সেখানে ৭০ বছর

যাবত সময় নিয়ে জাহান্নামের

আগুনে নিক্ষিপ্ত হবার পর কখন সেখান

থেকে বের হতে পারবেন তা আল্লাহ্ ই

ভালো জানেন। কাজেই আজ এখন থেকেই ঈমান আনার

পাশাপাশি, শিরক মুক্ত থাকার

পাশাপাশি জাহিলিয়াত তথা সকল পাপ

থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ্

তা'আলা আমাদেরকে সরাসরি জান্নাত দান

করুক, জাহান্নামের আগুন

থেকে আমাদেরকে রক্ষা করুক, আমীন। (সংগৃহিত)

বিষয়: বিবিধ

১৪৮৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263126
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৩৬
কাহাফ লিখেছেন : ইসলামে অবিশ্বাসী কাফের-মুশরিকদের কর্মের প্রতিফল হিসেবেই তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। মুসলিমদেরও তাদের অনুচিৎ কর্মের কারণে জাহান্নামে শাস্তি ভোগের জন্য পাঠানো হবে।আল্লাহ পাকের কাছে সদাই প্রার্থনা করতে হবে এ থেকে মুক্তির জন্যে।
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৩
206858
মাহফুজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ
263158
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০০
নূর আল আমিন লিখেছেন : আল্লাহু আকবার
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৫
206861
মাহফুজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ
263163
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৬
মামুন লিখেছেন : আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন এবং জাহান্নামে ঐ আজাবে না পড়ার হাত থেকে রক্ষা করুন-আমীন।
সুন্দর লিখাটির জন্য ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Rose Good Luck
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৪
206859
মাহফুজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ
263213
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৭
হতভাগা লিখেছেন : '' আগুন কিছু দিন ছাড়া আমাদেরকে ষ্পর্শ করবে না '' এটা বলতো ইহুদীরা । আল্লাহ এর বিপরীতে বলেছেন - ''এর কি কোন প্রমান আল্লাহ তাদেরকে দিয়েছেন ?''

''তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহর উপর মিথ্যা চাপায় ?''

এরকম কথা পবিত্র ক্বুরআনে আল্লাহ বলেছেন ।

( আল্লাহ আমায় ক্ষমা করুন , আল্লাহই সর্বজ্ঞানী )
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৬
206862
মাহফুজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File