কে সেই মহান ব্যাক্তি!!

লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ২৮ জুন, ২০১৫, ০২:১৩:১৪ রাত

৯/১১ এর ঘটনার পর যখন বিশ্ব জুড়ে তোলপাড় হচ্ছে,মুসলিম মানেই সন্ত্রাসী বলে চতুর্দিকে প্রচার করা হচ্ছে।ঠিক তেমনি সময়ে ২০০৩ সালের ১২ অক্টোবর দাঁড়ি-টুপি আর মুসলিম অবয়বের এক ব্যাক্তি আসলেন আমেরিকার লস এঞ্জেলস এয়ারপোর্টে। আর যায় কোথায়।শুরু হলো জিজ্ঞাসাবাদ।

অফিসারঃআপনি এখানে কেন এসেছেন?

আগন্তুকঃএকটি পুরস্কার নিতে এসেছি।

অফিসারঃপুরস্কার?কিসের জন্য কি পুরস্কার?

আগন্তুকঃমানবতার জন্য পুরস্কার।এখানকার একটি প্রতিষ্ঠান আমাকে মানবতার জন্য পুরস্কার দিবে তাই নিতে এসেছি।

অফিসারঃকেন আপনাকে পুরস্কার দেয়া হচ্ছে?কি করেছেন আপনি?

আগন্তুকঃআমি সত্যকে ভালবাসি এবং তাকে ছড়িয়ে দেয়ার চেস্টা করি।

এরপর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আরো বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগলো।তার ব্যাগ নিয়ে খোলা হলো।ব্যাগে একটি ভিডিও ক্যাসেট ও পাওয়া গেলো যাতে লেখা ছিল " জিহাদ & টেরোরিজম "।এটা দেখে কর্তৃপক্ষের প্রশ্নের ধরন পাল্টে গেলো।

অফিসারঃআপনি কি জিহাদে বিশ্বাস করেন?

আগন্তুকঃহাঁ,অবশ্যই।এমন কি যিশু নিজেও জিহাদের কথা বলেছেন।

অফিসারঃনা না,জিহাদ বলতে আপনিকি যুদ্ধ করায় বিশ্বাস করেন?

আগন্তুকঃহাঁ,একথা তো বাইবেলেই উল্লেখ আছে।বুক অফ এক্সোডাস এর ২২ অধ্যায়ের ২০ অনুচ্ছেদে বলা হয়েছে, " আপনাকে যুদ্ধ করতে হবে "।

তখন সেখানকার একজন খৃস্টান অফিসার বললোঃসেটি তো আত্মরক্ষার জন্য।

আগন্তুকঃহাঁ,আমিও তাই বলি,আত্মরক্ষার জন্য।

এভাবে আলোচনার ফলে সেই কাস্টমস অফিসাররা আরো কৌতহলী হয় এবং তাকে আরো প্রশ্ন করে।তিনি তার মেধা,জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা সবটারই সুন্দর উত্তর দেন।তখন তাকে যেতে অনুমতি দেয়া হয়।তারা বলতে থাকে তারা খুবই বিস্মিত হয়েছে এবং তারা তার মত এরকম জ্ঞানী লোক কখনো দেখেনি।-এভাবে সত্যকে অস্বীকার না করে সুন্দর ভাষায় উত্তম জবাবের দ্বারা এয়েরপোর্ট থেকে যেই ব্যাক্তিটি বেরিয়ে আসলেন তিনি হলেন ডাঃ জাকির নায়েক।

বিষয়: বিবিধ

১৪৮২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327731
২৮ জুন ২০১৫ রাত ০২:২১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৮ জুন ২০১৫ রাত ০৩:২৪
270005
মাহফুজ আহমেদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
327737
২৮ জুন ২০১৫ রাত ০২:৪৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো। আরও লিখবেন আশাকরি। অনেক ধন্যবাদ..
২৮ জুন ২০১৫ রাত ০৩:২৫
270006
মাহফুজ আহমেদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
327754
২৮ জুন ২০১৫ রাত ০৩:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
আমি দেখেছি অনেক পাশ্চাত্যের নাগরিক ই সঠিক না জানার জন্যই ইসলামফোবিয়াতে আক্রন্ত।
০১ জুলাই ২০১৫ রাত ০১:১৪
270394
মাহফুজ আহমেদ লিখেছেন : আপনি একদম ঠিক বলেছেন।ধন্যবাদ
327764
২৮ জুন ২০১৫ সকাল ০৬:১৪
তবুওআশাবা্দী লিখেছেন : ভালো লাগলো|ধন্যবাদ |
০১ জুলাই ২০১৫ রাত ০১:০৯
270393
মাহফুজ আহমেদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File