Broken Heart Good Luck Rose বড় দের কাছ থেকে শিখেছি ছোটদের ভালোবাসার শিক্ষা Broken Heart Good Luck Rose

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৮ জুন, ২০১৫, ০২:১৭:৪১ রাত



আমি তখন ১৮ বছরের কিশোর । দেশ থেকে বহুদূর মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে এসেছি। কিশোর মনের নানান চাওয়া পাওয়াকে কুরবানী দিয়ে আসতে হয়েছে প্রবাসে। মা - বাবার চোখ রাঙানো অভিমান দেখার কথা ছিল যে বয়েসে তখন দেখেছি আমি অপরিচিত লোকের বার্তাহীন চোখ। যে চোখে নেই আমার জন্য প্রেম ,নেই আমার জন্য রাগ কিংবা অভিমান। অপরিচতদের জন্য যেমন সাদা চোখ আর লাল চোখ সমান ঠিক তেমনি ছিল আমার বেলায় কারন আমি ও অপরিচিত একটি বালক।

কিন্তু আমি আমার জন্য অপরিচিতদের ত্যাগ দেখেছি সেটা ছিল পৃথিবীর উদারতার নিদর্শন। প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার চেয়ে বয়েসে বড়দের কাছ থেকে পেয়েছি স্নেহ , শুধু স্নেহ বললে ভুল হবে অনেক ক্ষেত্রে পেয়েছি সম্মান। প্রবাসের প্রথম দিনেই আমার ফুফাতো ভাই তাজ উদ্দিন এবং খালেদ চাচা স্নেহের চাদরে আবদ্ধ করেছিলেন আমাকে। তার পর আমার চেয়ে বয়েসে বড় সহকর্মীদের স্নেহ ভালোবাসা নানান ভাবে প্রবাসে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করেছে। বড় দের স্নেহ ভালবাসা আবার অনেক ক্ষেত্রে সম্মান না পেলে নিজেকে প্রবাসে মানিয়ে নিতে পারতাম না। আমার লেখালেখির জগতে ও বড় ভাই - বোনদের সহযোগিতা ছিল অনুভব করার মত। প্রবাসে শুধু আর্থিক সফলতা মূল বিষয় নয় বরং নিজের সাথে প্রবাসের পরিবেশকে মানিয়ে নেওয়া হলো মূল সফলতা ।

আমার ফেসবুক বন্ধুদের অনেকেই আমাকে ইনবক্সে বার্তা পাঠান আমি ও জবাব দেই আবার কখনো নিজে ইচ্ছে করে বার্তা পাঠাই। বিশেষ করে এলাকার আমার চেয়ে বয়েসে ছোট ভাইদের আমি বার্তা পাঠাই পড়া লিখার খবর নেই আবার অনেক সময় এলাকার পরিচিত বোনদের ও চ্যাট দেই পড়া লিখার খবর নেই।দেশে গিয়ে এলাকার ছোটদের সবচেয়ে বেশি সময় দিয়েছি। আমার এসবের পেছনে একটি মাত্র কারণ আমি প্রবাসে এসে বড়দের কাছেই নিজেকে বড় করার কৌশল শিখেছি।আমি প্রবাসে এসে বড়দের কাছ থেকে বেশি সময় পেয়েছি।

আমি মনে করি ভাতৃত্ব ও সম্মান ঠিকে থাকে তখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে উন্নত মানসিকতার ভান্ডার থাকবে। শুধু বন্ধু বান্ধব কেন এলাকার ছোট ছোট ভাই বোনদের সাথেও সালাম বিনিময় করা জরুরি বলে আমি মনে করি আর সেটা অন্তত নিজের জন্য। তাছাড়া মিডিয়া জগতের বন্ধু ,ব্লগ জগতের বন্ধু ছোট কিংবা বড় সবার কাছে নিজের অবস্থান উচ্চে রাখতে হলে শুধু যোগাযোগ নয় মনের মধ্যে উন্নত বিবেক জাগ্রত করতে হবে। উন্নত বিবেক তৈরী করে উন্নত মানসিকতা , উন্নত মানসিকতা সৃষ্টি করে নিজের সম্মানিত অবস্থান।

(আমি আজকের লিখা উত্সর্গ করলাম আমার এলাকার ছোট ভাই বোন ও চাচাদের এবং প্রবাসের সকল বড় ভাই বোনদের )

বিষয়: বিবিধ

১২৯৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327730
২৮ জুন ২০১৫ রাত ০২:২০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
270142
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
327748
২৮ জুন ২০১৫ রাত ০৩:১৫
আফরা লিখেছেন : দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
270140
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
327756
২৮ জুন ২০১৫ রাত ০৩:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
আমরা কেন যেন ছোটদের প্রকৃত সময় দেওয়ার চেয়ে ব্যাস্ততা দেখিয়ে মুরুব্বি হতে পছন্দ করি!!
২৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
270141
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি ঠিক বলেছেন
327766
২৮ জুন ২০১৫ সকাল ০৬:৪১
প্যারিস থেকে আমি লিখেছেন : ১৮ বছরে কিশোর কেমনে?
২৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
270136
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাংলাদেশের আইন অনুযায়ী ১৮ বছর পর্যন্ত কিশোর ভাইয়া
327804
২৮ জুন ২০১৫ দুপুর ০১:০৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
270137
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
327812
২৮ জুন ২০১৫ দুপুর ০৩:১৮
আবু জান্নাত লিখেছেন : সত্যিই ছোটদের সময় দেওয়া প্রয়োজন, তাদের সাথে ভাব বিনিময় করা, তাদের হাসি খুশিতে অংশীদার করা প্রয়োজন।
ধন্যবাদ সুন্দর লিখাটির জন্য।
২৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
270138
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File