হিজাব বাধ্যতামূলক নয়।

লিখেছেন লিখেছেন আঃ হাকিম চাকলাদার ২৮ জুন, ২০১৫, ০২:৩২:৩৬ রাত

হিজাব বাধ্যতামূলক নয়।

লেখক- হাসান মাহমুদ।

প্রকাশক- আঃ হাকিম চকলাদার।(লেখকের অনুমোদন ক্রমে)

সাহাবী আল ফাদেল এক সুন্দরী নারীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল কারণ "তাহার সৌন্দর্য্য তাহাকে আকর্ষণ করিয়াছিল", নবীজী ফাদেলের মুণ্ডু ধরে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলেন, ওই নারীকে মুখ ঢাকতে বলেন নি - সহি বুখারী ৮ম খণ্ড - ২৪৭.

মুখঢাকা নিকাব ইসলামী নয় - ওটা একটা সামাজিক প্রথা মাত্র- বহু ইসলামী বিশেষজ্ঞ। মুখঢাকা নিকাব পড়ে অপরাধের সংখ্যা বাড়ছে- এবারে নরহত্যা হল। বাংলাদেশের নিকাব-পন্থী হুঙ্কারী মওলানারা কি দেখে শিখবেন, না ঠেকে শিখেবেন? -

আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডীন ড: তানতাওয়ী

http://news.bbc.co.uk/2/hi/middle_east/8290606.stm

ড: জাকির নায়েক,

https://www.youtube.com/watch?v=CsrHfefQMec

"ইউরোপের সবচেয়ে প্রভাবশালী ইসলামী নেতা" হিসাবে বিখ্যাত, মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা হাসান আল বান্না'র নাতি FACE-COVER IS NOT MUST.......

https://www.youtube.com/watch?v=ehYxS1LJwBg

Related:-

https://www.youtube.com/watch?v=rzAQ0T5FWMQ

https://www.youtube.com/watch?v=yN5uxgp74EQ

https://www.youtube.com/watch?v=ehYxS1LJwBg

DEBATE:-

https://www.youtube.com/watch?v=X8cbNhPD0kc

হাসান মাহমুদ এর পরিচিতি-

বই ও ভিডিও এর লেখক ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেসের উপদেষ্টা বোর্ডের সদস্য, দ্বীন রিসার্চ সেন্টার হল্যাণ্ড-এররিসার্চ এসোসিয়েট, মুসলিমস ফেসিং টুমরো‘র জেনারেল সেক্রেটারী, ফ্রি মুসলিম স কোয়ালিশন-এর ক্যানাডা প্রতিনিধি, আমেরিকান ইসলামিক লিডারশীপ কোয়ালিশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং খুলনা‘র “সম্মিলিত নারী শক্তি”র উপদেষ্টা। শারিয়ার উপরে “শারিয়াকি বলে, আমরা কি করি” ও আন্তর্জাতিক প্রশংসিত ডকু-মুভি”DIVINE STONE” “হিল্লা“, “নারী” ও “শারিয়া প্রহেলিকা” –লণ্ডন ও টরন্টো‘র স্কুলে ধর্মীয় শিক্ষা ক্লাসে দেখানো হয়।

একদল স্বতস্ফুর্ত কর্মী বাগেরহাট ও রামপাল উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি বিস্তির্ণ এলাকা জুড়ে তার এই পুস্তক “শারিয়াকি বলে, আমরা কি করি” জণগনকে পড়িয়ে পড়িয়ে এবং ডিভিডি গুলী দেখিয়ে দেখিয়ে জনগনের মধ্যে, বিশেষ করে নারীদের মধ্যে এক বিপুল সচেতনতা সৃষ্টি করেছে।

এইতো মাত্র কয়েকদিন আগেই সেখানে এক মোল্লা সাহেব এর অবৈধ ফতোয়ার ফলে একটি সোনার সংসার ভেঙ্গে দিয়ে একজনের বৈধ স্ত্রী কে শারীয়ার বার্বরিক আইন “হিল্লা বিবাহ” চাপিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু এই কর্মিদল সেখানে গিয়ে এটা প্রতিহত করে এই যুগলের সোনার সংসার কে টিকিয়ে রেখেছে।

তবে দুখঃজনক খবর, এই মোল্লা সাহেব তাদের ঐ ডিভিডিটা ভেঙ্গে দিয়েছিল যাতে লোকদের দেখিয়ে সচেতন করতে পারে, কারণ এতে তাদের ফতোয়া ব্যবসা ব্যহত হয়, যদিও তাদের ফতোয়া কোরান হাদিছ পরিপন্থি।

তবে তারা দমবার পাত্র নয়। তারা পুনরায় ডিভিডি সংগ্রহ করে পূর্ণোদ্দমে কাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য তাৎক্ষনিক ৩ তালাক ও হিল্লা বিবাহ কোরান হাদিছের আলোকে বৈধ নয়। এটা মোল্লাদের কোরান হাদিছ বিরোধী ফতোয়া। তারপরেও তারা এর উপর ফতোয়া দিয়ে দিয়ে নারীদের উপর নির্যাতন চালায়।

হাসান মাহমুদ তার পুস্তক ও ডিভিডির মাধ্যমে এই সমস্ত অবৈধ ফতোয়ার বিরুদ্ধে এক সোচ্চার প্রতীক।

তার লেখা পুস্তক “শারিয়াকি বলে, আমরা কি করি” ও আন্তর্জাতিক প্রশংসিত ডকু-মুভি”DIVINE STONE” “হিল্লা“, “নারী” তার নিজস্ব WEB SITE এ গিয়ে দেখে নিন।

তার নিজস্ব সাইটঃ http://hasanmahmud.com/

বিষয়: বিবিধ

১০৯৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327757
২৮ জুন ২০১৫ রাত ০৩:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে লেখক এর লিখা শেয়ার করেছেন তার সম্পর্কে বিস্তারিত জানি বিধায় ভাল লাগল না। হিজাব বাধ্যতামুলক। নিকাব নয়। কিন্তু নিকাব এর কথা বলে হিজাব কেই বাধ্যতামুলক নয় বলে প্রমান করা অপচেষ্টা হচ্চে এই লিখায়।
327793
২৮ জুন ২০১৫ সকাল ১১:২৪
মাটিরলাঠি লিখেছেন : আপনার লেখার শিরোনাম ও লেখার কন্টেন্টতো এক নয়। হিজাব আর নিকাব এক জিনিশ নয়।
327795
২৮ জুন ২০১৫ সকাল ১১:৫৪
ছালসাবিল লিখেছেন : আধুনিক নিকবী পোস্ট Unlucky Unlucky Hot

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File