কুরআনের অলৌকিকত্ব সম্পর্কে অমুসলিম পন্ডিতদের সাক্ষ্য

লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ০২ জুলাই, ২০১৫, ০১:১৫:০৩ রাত

আল কুরআনের অলৌকিকত্ব সম্পর্কে অমুসলিম পণ্ডিতদের সাক্ষ্য

------------------------------------------------

আখবার নীরায়েস্টঃ " যদি আমরা কুরআনের মহত্ব ও মর্যাদা এবং সৌন্দর্য ও সুগন্ধীকে অস্বীকার করি তাহলে আমরা জ্ঞান ও বিবেকশূন্য হয়ে যাব "।

জর্জ সেলঃ " কুরআন কারীম নিঃসন্দেহে আরবী ভাষার সর্বোত্তম এবং সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব।কোন মানুষ এমন অলৌকিকগ্রন্থ লিখতে পারেনা এবং এটা মৃতকে জীবিত করার চাইতেও বড় অলৌকিক "।

মসিয়ে ডাগিন ক্ল্যাফিল ফ্রান্সিঃ "কুরআন শুধু ধর্মীয় নীতিমালা এবং(রাষ্ট্রীয়) বিধানের সমষ্টী নয়, বরং-এর মধ্যে সামাজিক বধান ও রয়েছে যা মানবজীবনের জন্য সার্বক্ষণিক উপকারী "।

প্রফেসর কার্লাইলঃ " আমার দৃষ্টিতে কুরআনে সর্ব প্রথম থেকেই নিষ্ঠা ও সততা রয়েছে এবং সত্য তো এটাই যে, যদি কোন ভাল জিনিস সৃষ্টি হয়ে থাকে তাহলে এ থেকেই হয়েছে "।

" কুরআন দেখে হতবুদ্ধি হতে হয় যে,এ ধরনের বক্তব্য এমন এক ব্যক্তির মুখ থেকে কীভাবে নিঃসৃত হলো যিনি সম্পূর্ণ নিরক্ষর ছিলেন "।--(চলমান)(collected from dr.jakir nayek lecture)

বিষয়: বিবিধ

১৫০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File