চল নামাযে চল
লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ২৯ আগস্ট, ২০১৪, ০৩:১১:১১ দুপুর
মসজিদে ঐ শোনরে আযান চল নামাযে চল,
দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাব বল।
ওরে চল নামাযে চল||
ময়লা মাটি লাগলো যা তোর দেহ-মনের মাঝে-
সাফ হবে সব,দাঁড়াবি তুই যেমনি জায়নামাযে;
রোজগার তুই করবি যদি আখেরের ফসল।
ওরে চল নামাযে চল||
তুই হাজার কাজের ওছিলাতে নামাযকরিস কাজা,
খাজনা তারে দিলিনা, যে দীন-দুনিয়ার রাজা;
তারে পাঁচবার তুই করবে মনে তাতেও এত ছল।
ওরে চল নামাযে চল||
কার তরে তুই মরিস খেটে,কে হবে তোর সাথী,
বে-নামাযীর আঁধার গোরে কে জ্বালাবে বাতি;
খোদার নামে শির লুটায়ে জীবন কর সফল।
ওরে চল নামাযে চল||
-কাজী নজরুল ইসলাম
বিষয়: বিবিধ
১৩০০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বে-নামাযীর আঁধার গোরে কে জ্বালাবে বাতি;
খোদার নামে শির লুটায়ে জীবন কর সফল।
ওরে চল নামাযে চল||
এক কথায় অসাম হয়েছে অসাম... চালিয়ে যান
মন্তব্য করতে লগইন করুন