একমাত্র কোরআনের শিক্ষা ছাড়া মানুষ গড়ার শিক্ষা সম্ভব নয়
লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ০৩ সেপ্টেম্বর, ২০১৪, ১১:২৩:৪২ রাত
আজকাল পত্রিকার পাতা উল্টালেই শুধু খুন,ধর্ষন,চুরি-ডাকাতি,মারামারি,হানাহানি ইত্যাদি লোমহর্ষক খবর নিত্যনৈমিম্ত্তিক ব্যাপার।স্বামীর হাতে স্ত্রী খুন,স্ত্রীর হাতে স্বামী খুন,বাবা হাত্যা করল সন্তানকে,সন্তান হত্যা করল বাবাকে।এটা কি অসভ্য ও বর্বরতার যুগ?না এটা আধুনিক/অত্যাধুনিক যুগ!অসভ্যতাকে মানুষ অনেক আগেই পিছনে ফেলে এসেছে।তাহলে সভ্যতার যুগে কেন এই অসভ্যতা?শিক্ষার অভাব!না মানুষতো দিনকে দিন শিক্ষিত হচ্ছে,দেশে ব্যাপক হারে শিক্ষা প্রতিষ্টান বৃদ্ধি পাচ্ছে,বৃদ্ধি পাচ্ছে শিক্ষিত মানুষের সংখ্যাও।এই বিশ্বয়ানের যুগে মানুষকে মুর্খ বলার অবকাশ নেই।
আসল কথা হচ্ছে আমাদের সমাজে মানুষ গড়ার শিক্ষার বড়ই অভাব।লক্ষ লক্ষ লোক শিক্ষিত হচ্ছে,কিন্তু মানুষ হচ্ছেনা।কারন শিক্ষিত হ ওয়া আর মানুষ হ ওয়া এককথা নয়।যে কোন মাধ্যমে শিক্ষা গ্রহণ করলেই মানুষ,মানুষ হতে পারেনা।যতক্ষণ না তার মধ্যে মনুষ্যত্বের গুন বিকশিত না হয়।আর মানুষের মধ্যে মনুষ্যত্বের অনুপ্রবেশ কোরআনের আলো ছাড়া সম্ভব নয়।এইতো… গেল রমজান মাসে আমার পাশের ইউনিয়নে সানু মিয়া নামে এক লোক ,বহু দিন ধরে চলে আসা স্ত্রী ও মেয়ের অনৈতিক কার্যকলাপ সইতে না পেরে দা দিয়ে কোপিয়ে হত্যা করে।এটা কোন শিক্ষার অভাব!আজ আমাদের মাঝে কোরআনের শিক্ষা নাই।আধুনিক শিক্ষিত হয়ে যদি মানুষ দুনিয়ার ভোগ-বিলাসে মত্ত থাকে,শিক্ষিত হয়ে যদি ক্ষণস্থায়ী জীবনের আরাম-আয়েশ ও আমোদ-প্রমোদের ব্যবস্থা আয়ত্ব করে,তাহলে এই শিক্ষা তাকে পশুর থেকে আলাদা কোন বৈশিষ্ট্য দান করে নাই।কারন এগুলো মানুষ গড়ার শিক্ষা নয়।এজন্য জিব্রাইল(আঃ)যতক্ষণ শুধু ' পড়ুন ' বলেছেন,ততক্ষণ রাসুল(সাঃ)পড়েন নাই।যখনই বলেছেন,সৃষ্টিকর্তা আল্লাহর নামে পড়ুন! তখনই তিনি পড়া শুরু করেছেন।কেননা যে কোন পড়ার দ্বারা মানুষ,মানুষ হতে পারেনা।একমাত্র আল্লাহর নামে র পড়া তথা কোরআনের শিক্ষা দ্বারাই মানুষ-মানুষ হতে পারে।এটাকেই বলা হয় মানুষ গড়ার শিক্ষা।ডঃমুহাম্মদ শহীদুল্লাহর এক্টা কথা দিয়ে আমার এই লেখা শেষ করতে চাই।
তুমি যত বড় জ্ঞানী ও পন্ডিত ব্যক্তি ই হ ও না কেন,তোমার যদি কোরআনের জ্ঞান না থাকে তাহলে তুমি মুর্খ।
বিষয়: বিবিধ
১৬৮৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে এমন সুন্দর একটি লিখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইরান।
অনেক শুভেচ্ছা রইলো।
মন্তব্য করতে লগইন করুন