গাঁয়ের নাম চরতি
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০১ জুলাই, ২০১৫, ১১:৩৪:২৩ রাত
ছোট ছোট টিলা আর কতেক উচুঁ পাহাড়
সবুজের লুটোপুটি,আছে ফলমূল শস্য আহার,
আকাশের উদারতায় সহজ সরল জীবন
দেখিনি এমন কোথাও আর চরতি যেমন।
সাংগুর বুকে আছে বিশাল জলধারা
কখনো সে দেয়, কখনোবা করে তাড়া,
তবু সাংগু তাদের কাছে খোদার এক দান
সাংগুতে ধুয়ে মুছে সজীব হয় প্রাণ।
টিলা আর পাহাড়ে বৃক্ষ সারি সারি
পানের বরজ, সবজির ফলন হয় বাহারি,
ষোলকলা পুরা আছে চরতি জুড়ে,
অতিথির মন জুড়ায় এ গ্রাম ঘুরে।
দিনে দিনে বাড়ছে খ্যাতি যশ তার
জ্ঞানে গুনে হচ্ছে সেরা মানবের আধার,
স্কুল,মাদ্রাসা আর কলেজ আছে এখানে
আল হেলাল আদর্শ কলেজ সেরা সমানে।
বিষয়: বিবিধ
৯৭১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন