----চিঠি---
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ আগস্ট, ২০১৪, ১১:৫৪:১২ সকাল
চিঠি খানা বুক পকেটে
আর ছিল ঝড় ঝাপটা
তবুও চিঠি আমার
বুকের মাঝেই লেপ্টা।
রোদ ছিল কড়া ভীষণ
আর ছিল নোনা ঘাম টা
তবুও চিঠি আমার
বুকের মাঝে লেপ্টা।
নিলনা কেউ খবর আমার
আর রাখলনা বুকে হাতটা
তবুও চিঠি আমার
বুকের মাঝে লেপ্টা।
বিষয়: বিবিধ
৮৮৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন