# আমি যখন দেশের কথা ভাবি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ আগস্ট, ২০১৪, ০৫:৩৩:৪০ বিকাল
আমি যখন ভাবি দেশের কথা
কোথা হতে ঘুম আসে চলে
কেউ আমায় দেয়না বালিশ কাঁথা
সবাই তখন যায় যে আমায় ফেলে।
আমি যখন ভাবি দেশের কথা
বিড়ি আমার লাগে ডজন ডজন
ভাবে সবাই খাই ছাতা মাথা
কেউ ভাবেনা আমায় একটু স্বজন।
আমি যখন দেশের কথা ভাবি
কত কি'যে করি বসে বসে
তোমরা ভাব আমি খাসি গাভী
উড়িয়ে দাও অট্ট হাসি হেসে।
বিষয়: বিবিধ
১৩২৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা ধরি মেলিয়ে ছাতা৷
লজ্জ্বা দিলেন ও সব বলে,
কিইবা ক্ষতি গাঞ্জা খেলে?
ঘুমের কি দোষ,খাটুনি কত!
দেশের ভাবনা মাথায় যত,
ঘুম আসেনা আপন ঘরে,
পচা ডিম আর জুতার ডরে৷
তাইতো ঘুমাই সভায় বসে,
গাঁজাও টানি জোরসে কষে৷
রিপোর্ট কর সাংঘাতিক
তাইতো আমি বাঁশ ঠেলায়
দেখব এবার কোন হালায়
উল্টা পাল্টা নিউজ করে
রইবনা আর চুপ করে
বাংলাদেশের অধিকাংশ উন্নয়ন কাজের আইডিয়া এই স্বপ্নের মাধ্যমে এসেছে । আর বাংলাদেশের উন্নয়নের জন্য স্বপ্ন দেখার পেটেন্ট একমাত্র আওয়ামী লীগের ।
মন্তব্য করতে লগইন করুন