আজ তোমার... মন খারাপ মেয়ে---
লিখেছেন লিখেছেন এবেলা ওবেলা ১৭ আগস্ট, ২০১৪, ০৫:৫৫:৫০ বিকাল
আজ তোমার... মন খারাপ মেয়ে
তুমি আনমনে... বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
আজ তোমার... মন খারাপ মেয়ে
তুমি আনমনে... বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
আজ তোমার চোখের কোণে জল
বৃষ্টিও অবিরাম কাঁদে তোমার সাথে সাথে আমার পথে পথে
আমি তোমার জন্য এনে দেব রোদেলা সে ক্ষণ পাখিকে করে দেব তোমার আপনজন
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
আজ তোমার জোসনা হারায় আলো প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন বিষাদ করে ভর
আজ তোমার জোসনা হারায় আলো প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন বিষাদ করে ভর
আমি তোমার জন্য এনে দেব অঝর শ্রাবণ আকাশ ছোয়া জল জোসনা
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
আজ তোমার... মন খারাপ মেয়ে
তুমি আনমনে... বসে আছো
আকাশ পানে... দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সেই হাওয়ায়...
বিষয়: বিবিধ
১৯৭৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক কথাতেই বুঝিয়ে দিলে তুমি যে হাড় কিপটে
কিছুই তুমি চাওনা দিতে কিছুই দাওনা শিখতে
কেমন করে হলে এমনি হাড় কিপটে...........................
বৃষ্টি পরে জলে ভিজে, ওই মেয়েটি কে কি যে...............
মন্তব্য করতে লগইন করুন