পথিক জাগতেই হবে তোমাকে
লিখেছেন লিখেছেন সাহসী বালক ১৭ আগস্ট, ২০১৪, ০৬:০৪:০০ সন্ধ্যা
হে সত্য পথের অভিযাত্রী, হৃদয় তোমার ইসলামের আলোয় আলোকিত তবে কার ভয়ে আজ তুমি ভীত?
তুমি কি জান না অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে জিততে হলে যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে।
তাহলে কেন অলস হয়ে বসে থাকা!! কি কাটার ভয়? তুমি কি জান না আলোর পথ তো চিরদিনই কাঁটায় ভরা, তবু থাকতে হবে অবিচল আলোর পথে!!
জাগতেই হবে তোমাকে নতুন করে,দেখাতে হবে বিশ্বটাকে সত্যের পথ !!! মনে রাখবে সত্যের পথিকদের
হতে হবে নির্ভিক,অন্যায়ে মাথা নোয়াবার নয়।
বিষয়: বিবিধ
১০৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন