সম্প্রচার নিতিমালা নাকি বিটিভি নীতিমালা
লিখেছেন লিখেছেন সাহসী বালক ০৮ আগস্ট, ২০১৪, ১২:৪৩:৫০ দুপুর
এই নীতিমালা পাস হওয়া মানে সংবাদ মাধ্যম বিটিভির
প্রতিরূপ হয়ে যাওয়া৷ কারণ এই সম্প্রচার নীতিমালার প্রায় ধারাই জনগনের স্বাধীন মত প্রকাশের সাথে সাংঘর্ষিক। নীতিমালায় বলা আছে বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না। বন্ধু রাষ্ট্রের সংজ্ঞা কি? তাহলে আমরা কি তিস্তার কথা বলতে পারব না? ফেলানী কথা কি আমরা বলতে পারব না? সরকারের মন্ত্রীদের
দূর্নীতি কিংবা প্রশাসনের ঘাপিলিতির কথা কি বলতে পারব না?এ সব বক্তব্য কি দেশ বিরোধী? এভাবে বলতে গেলে অনেক।তাহলে বুঝাই যাচ্ছে সরকার এই নীতিমালা করার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়।এটা স্পষ্ট প্রমাণ পাওয়া যায় কিছুদিন অাগে ও সরকারের এক মন্ত্রী জনাব সৈয়দ মহসীন অালী প্রকাশ্যে জনসভায় ঘোষনা দিয়েছেন -মিডিয়ার জন্য এমন
অাইন করা হবে যাতে মিডিয়ার স্বাধীনতা বলতে কোন
কিছু রাখা হবে না। সাংবাদিক ভাইরা তারপর ও কি আপনারা চুপ করে থাকবেন? মনে রাখবেন এই সংবাদ
নীতিমালা মেনে নেয়া আর আপনারা পেশাগত দাসত্ব বরন করা একই কথা।সবাইকে জেগে উঠতে হবে।স্বাধীন
দেশে অামরা পরাধীন হয়ে থাকতে পারি না। অবিলম্বে এই নীতিমালা বাতিল চাই। গর্জে উঠুন সাংবাদিক সমাজ,বিবেকবান বন্ধু মহল।
বিষয়: বিবিধ
১৩৬২ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন