সমাজকল্যাণমন্ত্রী নাকি অসমাজকল্যাণমন্ত্রী
লিখেছেন লিখেছেন সাহসী বালক ১০ আগস্ট, ২০১৪, ১১:২৮:৫৭ সকাল
গতকাল সিলেটে আদিবাসীদের এক অনুষ্ঠানের আলোচনা সভায় মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর বক্তৃতা শুনে আমি হতবাক।মন্ত্রী বলেন,‘ সাংবাদিকদের ঠিক করতে নীতিমালা হয়েছে। ওই দিন
কেবিনেট মিটিংয়ে আমি থাকলে সাংবাদিকদের ...
(অশালীন শব্দ) দিয়ে বাঁশ ঢুকাতাম।সাংবাদিকদের এখন এমনভাবে ঠিক করা হবে যাতে নিজের স্ত্রীকে পাশে নিয়েও শান্তিতে ঘুমাতে পারবে না।এখানে আমার ছোট একটা প্রশ্ন মহিলা সাংবাদিকরা তাদের স্বামীর সাথে কি ঘুমাতে পারবে? তিনি তা বলে ক্লান্ত হয় নি আরও বলেন
সাংবাদিকরা বদমাইশ, চরিত্রহীন,লম্পট,খবিশ ও চরিত্রহীন।এখন আমার প্রশ্ন উনার মেয়ে একটা সাংবাদিক। তার মানে এই হল উনি 'খবিশ' ও 'চরিত্রহীন' দের বাপ।তিনি তার বক্তৃতায় আরেকটা কথা জোর দিয়ে বলেন ‘আমার নেত্রী শেখ হাসিনা আমাকে ডেকে বলেছেন,হাসানুল হক ইনু ১৪ দলের নেতা, আর
তুমি আওয়ামী লীগের তৃণমূল নেতা। সাংবাদিকরা যা ইচ্ছে লিখুক, তাতে কিছু যায়-আসে না।তুমি চালিয়ে যাও।’ তাহলে কি খুটির জোর টা ঐখানে?
এই মন্ত্রী প্রায় বেফাস কথা বলেন,যার প্রমাণ টাঙ্গাইলের যৌনপল্লি উচ্ছেদের বিরোধিতাকারীদের নিয়ে কটূক্তি।
ভাবতে অবাক লাগে এ রকম ব্যাক্তি আমাদের রাষ্টের সমাজের কল্যাণ কাজের প্রধান শক্তি, ছি!
মন্ত্রীমহোদয় ছি!
বিষয়: বিবিধ
১২৯০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উনাকে তার এই অপ্রিয় সত্য কথা বলার জন্য এবং সাংবাদিকদের সর্বোচ্চ সন্মান দিয়ে কথা বলার জন্য আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ।
আমি বলব তিনি একজন কুশিক্ষিত মন্ত্রী।
মন্তব্য করতে লগইন করুন