রাজনীতির হালচাল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ আগস্ট, ২০১৪, ০৭:০৫:৩৮ সন্ধ্যা

ঈদের আগে হুমকি দিছে বুবু খালেদা
আর কত সহ্য করে থাকুম বেহুদা।
আমার আছে পুলিশ লীগ কইল হাসিনা
খালেদারে পাইলে মাগার জানে ছাড়ুমনা।
এরশাদ চাচা আগের মতো ম্যা ম্যা করে
আচল তলে ঘাপটি মেরে উঠে লড়ে চড়ে।
জামাত শিবির চুপচাপ দেখছে ঘটনা
কোন কৌশলে লড়বে এবার আছে দোটানা।
আমরা আছি জনগণ মুক্তি হবে কবে
কবে আমার দেশটা আবার রাহু মুক্ত হবে।
বিষয়: বিবিধ
৯৯৫ বার পঠিত, ২০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
জামায়াতের বেটার ফিউচারের জন্যই বিএনপির ফুট ফরমায়েশ এখন খাটতেই হবে । পরে সুবিধাজনক সময়ে এর মূল্য চাইতে সহজ হবে ।
মাইয়ার মারে।
আপনার সেই অসম কবিতা আজো মনে পড়ে।
আহাহহ কি দারুন
মন্তব্য করতে লগইন করুন