আমার লেখা কবিতা!!! ( )
লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ০৪ আগস্ট, ২০১৪, ০৭:৪৮:৪৪ সন্ধ্যা
(প্রথমেই বলে নেই, আমি কোন কবি না। কবিতা লেখা আদৌ আমার দ্বারা সম্ভব কি না তাও জানি না। তবে আমি কবিতা ভালোবাসি। নজরুল, সা'দী, ইকবাল, রূমী, ফররুখ. মিল্টন, শেলী, মধূসূদন, গোলাম মুস্তাফা আর ইলিয়টের লেখার মাঝে ডুবে থাকতে পছন্দ করি। বাচ্চারা যেমন কমিক পড়ে পিঠে টাওয়াল বেঁধে সুপার হিরো হওয়ার অভিনয় করে, তেমনি আমিও নামকরা কবিতা পড়ে জোড়াতালি মার্কা কিছু একটা লিখেছি বা লেখার চেষ্ঠা করেছি। তাই পাঠকদের নিকট অনুরোধ, পড়ার পর আপনার মন যা বলবে তাই কমেন্ট করেন, বাজে হলে বাজে, জঘন্য ইত্যাদিও চলেগা। দেখি বাকিগুলা পোস্ট করার সাহস করতে পারি কি না! ? ? )
আমরা এ কোন মুসলমান!!!
একদা এই তোমরাই ছিলে অদম্য অজেয় বীর;
আজ তবে কেন নত হয়ে যায় তোমাদের সেই শির?
ছিল যে হাত বজ্র তাবৎ, ভেঙেছে দূর্গ প্রাচির
আজ সে হাত কেন ভিক্ষুক সম পড়ে থাকে নীচু, স্থীর!
যে পদভারে কেঁপেছে প্রাসাস কিসরা-কায়সারের;
আজ কেন তা দ্বারে দ্বারে ঘুরে কাফির-মুরতাদের?
মুসলমান- ওহে মুসলমান!!!
কোন সে বাতাম, যার প্রভাবে নিভু নিভু ঈমান?
খোদা তোমায় বরে নিতে চায় শ্রেষ্ঠ জাতি করে;
এই বরদান তুমি দূরে ঠেলে দাও কোন লাভের তরে?
তুমি কেন আজ আঘাত শাপিত, অর্ধমৃত প্রায়?
কেন সহে নাও অপমান যত, মাখো কলঙ্ক নিজ গায়ে?
ঘুমিয়ে নও; বরং মৃত। আজ ভূলন্ঠিত সম্ভ্রম।
এখনো তুমি জাগবেনা ভ্রাত! এ অপমানও কি কম?
কোথায় তোমার জবানে আজ আবু বকরের ধার?
সত্য প্রকাশে এখনো তুমি ভয় করো বলো কার!
কোথায় তোমার চরিত্রে আজ উমরের মতো দৃঢ়তা?
কেন মেনে নাও অন্যায়, কেন ঝুঁকে যায় মাথা?
কোথায় তোমার শৌর্য-বীর্য, আলীর বীরত্বের ছায়া?
কোন জুলফিক্বারে ভাঙবে বলো তোমার দুনিয়ার মোহ মায়া!
অন্যায়ের প্রবল স্রোতে তোমার আত্মসমর্পনের গ্লানি;
কি শিখলে দেখে হুসাইন আর ইবনে হাম্বলের কুরবানী?
জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছে শয়তানের প্রহশন,
কি লাভ করে আবু হানিফা-শাফেঈর অনুসরন!!
ইসলামের সম্মান যখন ভূলন্ঠিত, তখনো তুমি স্থীর অচল;
ইবনে তাইমিয়াহ কি তবে তোমায় এ শিক্ষাই দিলো বলো!!
লজ্জা করলো না পরে নিতে তাগুতী গোলামীর শৃঙ্খল?
খোদার সাথে নাফরমানীর এ মোদের কোন ছল?
কেন আমরা জেগে উঠে না, হয়ে সালাহউদ্দিন আইয়্যুবির মতো;
কেন আমাদের দেখে কলজে কাঁপে না, জালেম-ফাসেক যতো!
আমরাই কি তবে পদদলিত, মিথ্যা করি কুরআন;
শয়তানের পদসেবায় মগ্ন, আমরা এ কোন মুসলমান!!!
========================================
বিষয়: বিবিধ
১৫৫৪ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিদ্রোহ করুন আপনিও।
ভালো লাগলো।
অনেক শুকরিয়া। আপনাদের অনুপ্রেরণা পেলে এগিয়ে যাবো।
কবিতা আমিও লিখার চেষ্টা করি,,, আপনারটা কিন্তু অসাম,,,,
অনেক অনেক শুকরিয়া
জাযাকাল্লাহ খইর। ধন্যবাদ ভাই।
ইসলামের সম্মান যখন ভূলন্ঠিত, তখনো নিদ্রায় তুমি ঢলো;
ইবনে তাইমিয়াহ কি তবে তোমায় এ শিক্ষাই দিলো গেলো বলো!!
জাযাকাল্লাহ খইর। ধন্যবাদ ভাই।
মন্তব্য করতে লগইন করুন