একটু বুদ্ধি ধার চাই
লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ২০ আগস্ট, ২০১৫, ০৫:৪৬:৩৯ বিকাল
একটা বই এর কভার ডিজাইন করার জন্য একটা আইডিয়া মাথায় আসে। আইডিয়া খাটিয়ে বেশ কিছুদুর এগিয়েও গিয়েছি।
কিন্তু এখানে গিয়ে গিট্টু লেগে গেলো!!!
কিভাবে সে সম্পূর্ণ করবো সে বিষয়ে স্থীর সিদ্ধান্তে আসতে পারছি না।
কিভাবে কভারটা সম্পূর্ণ করতে পারি সে বিষয়ে আপনাদের কিছু পরামর্শ চাই-
উল্লেখ্য যে, বইটি ইতিহাস ভিত্তিক, যার মূল ঐ সকল মহামানবদের জীবনী যাদের অসামান্য অবদানের কাছে পৃথিবী ঋণী, যারা নিজ হাতে রচনা করেছেন ইতিহাসের পর ইতিহাস, কিন্তু কুচক্রীর ফেরে আজ তারা নিজেরাই ইতিহাসের পাতা হতে উপেক্ষিত। (থীমটা জানলে মতামত দিতে সুবিধা হবে।)
বিষয়: বিবিধ
১৭১১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই প্রচ্ছদটির আদলে দিতে পারেন।
সূর্যাস্ত না হয়ে সূর্যোদয় রকমের কিছু
পিছন দিকটা কেমন করা যেতে পারে একটু আইডিয়া দিবেন?
ইসলামী ইতিহাসের মহামানব হলে এক ধরনের প্রচ্ছদ ভিন্ন হলে ভিন্নতায় তৈরি করতে হবে....।
মন্তব্য করতে লগইন করুন