সোনামনিদের পোশাক ধরন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ জুলাই, ২০১৪, ০৩:৪৬:০১ দুপুর
সামনে ঈদ, সোনামনিদের ঈদের পোশাক হবে নিশ্চয়।
আমার নিজের বেলায়ও ১০০ ভাগ প্রযোজ্য, যেটা হল শিশুদের ড্রেস, মার্কেটে শিশুদের ড্রেস কিনতে যান, ইসলামকে ধারণ করে এমন ড্রেস খুজেঁ পাওয়া মুসকিল, সবাই মনে করে ও তো শিশু তাই প্রবলেম নেই, হুম প্রবলেম নেই মেনে নিতে আমারও প্রবলেম নেই, আমি বলছিনা বড়দের মতো হিজাবি ড্রেস পড়াতে হবে, কিন্তু ড্রেসটা খুব বেশী খোলোমেলা হলে আমার পছন্দ না, সেটা আমার মেয়ের বেলায়ও প্রযোজ্য, ছেলের প্রসংগ আনলামনা কারন তাদের গুলো ঠিক মতো পাওয়া যায়......
বিষয়: বিবিধ
১২৮০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
অনেক অভিভাক আছেন যারা ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস করেন এবং শিশুকালে বিশেষ করে মেয়ে শিশুদের খোলামেলা পোশাক পড়ালেও একটু বড় হলে হিজাব এর আওতায় নিয়ে আসে, সেই সেব অভিভাকদের জন্য এই পোষ্ট, সামাজিক মূল্যবোধ এর দিক থেকে ব্যাপারটা স্বাভাবিক তবে আমার কাছে ব্যাপারটা ভাল লাগেনা তাই সবার সাথে শেয়ার করলাম, আমরা নিজ ঘর থেকেই চর্চাটা শুরু করতে হবে, আমি চেষ্টা করি আমার আশে পাশে এমনটা ঘটলে একটু ইঙগিত দিয়ে বুঝিয়ে দেয়া, যাতে আবার মনো কষ্টের ব্যাপার না হয়, ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন