মায়ের প্রতি সন্তানের ভালোবাসা
লিখেছেন লিখেছেন আমি মেঘ হবো ১০ জুলাই, ২০১৪, ০৪:০২:৩৮ বিকাল
সেলিমঃ আন্টি আগামী মাসের বেতনটা অগ্রিম দেওয়া যাবে কি?
ছাত্রের মাঃ খুব বেশী প্রয়োজন বাবা?
সেলিমঃ জ্বি আন্টি।
ছাত্রের মাঃ আচ্ছা।।
যাক দুই হাজার টাকার মিল হলো টিউশন থেকে। বাকী আরো তিন হাজার টাকা। হাতে আটদিন সময়। সেলিম রাস্তায় হাটছে আর ভাবছে কীভাবে তিন হাজার টাকা জোগাড় করা যায়। দোস্ত জিলানী বলেছিলো একটা টিউশনি পেয়েছে। সেখানে গেলো। ক্লাশ নাইনের ছাত্র। অথচ বেতন এক হাজার। তবুও রাজী হয়ে গেলো। বলতেই এক মাসের বেতন অগ্রিম পেয়ে গেলো সেলিম। বাসায় এসে গত এক বছর ধরে জমানো টাকা গুনলো। দুই হাজার একশ টাকা হলো। সেলিম অনেক অনেক খুশি হলো। পাঁচ হাজার টাকার মিল হয়েছে।
কৃষ্ণ স্বর্ণকারের দোকানে প্রতিদিন যেতো সেলিম। এক জোড়া কানের
দুল কিনবে। মন মতো কানের দুলটা কেবল এই দোকানটাতেই আছে। গত একটি বছর যাবত দুলটি পাহারা দিয়ে আসছে সেলিম।
অবশ্য সেলিম প্রতি মাসে একশত টাকা করে দিতো যাতে দুলটি বিক্রি না করে। আজ পাঁচ হাজার টাকায় সেলিম দুলটি কিনে নিলো।।
সেলিম মধ্যবিত্ত ঘরের ছেলে। বাবা অবসরপ্রাপ্ত টিচার। মা গৃহিনী।
অভাবটা যেনো সেলিমের বড়ই আপন। অনার্সে ভর্তি হওয়ার সময়
কোনভাবেই ভর্তির টাকাটা ম্যানেজ করতে পারছিলো না। সেলিমের মা বাবার দেওয়া একমাত্র স্মৃতি একজোড়া কানের দুল সেলিমের
হাতে তুলে দেয়।তখন সেলিমও নিরুপায়। তার বাবাও নিশ্চুপ। বাধ্য হয়ে দুল জোড়া কৃষ্ণ স্বর্ণকারের দোকানে বিক্রি করে দিলো সেলিম।
আজ সেই দুলজোড়াই কিনলো। আজ মে মাসের দ্বিতীয় রবিবার
"মা দিবস"। মেস থেকে বাড়ি আসলো সেলিম। মা'কে জড়িয়ে ধরলো। মা সেলিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।মায়ের দুটো কান
খালি। বেশ বেমানান লাগছে। সুন্দর একটা কেক নিলো সেলিম।
মা'কে কেকটা কাটতে দিলো। ঠিক মাঝখানে চোট্ট একটা কৌটা।
সেলিমের মা হাতে নিলো কৌটাটি। কৌটাটি খুললো। মা'র চোখ আটকে গেলো এক বছর আগে হারানো কানের দুলটির দিকে।
সেলিমের মা কাঁদছে। দু'চোখের অশ্রু মুচে বললো সেলিম ""সুন্দর এই দিনে কাঁদতে নেই। এই দিনটা শুধু তোমার জন্য""।। সেলিমের বাবা নিরব দর্শক ছিলো সেই মুহূর্তে। তিনি উঠে এসে সেলিমকে জড়িয়ে ধরলো।। দুজন দুপাশে আকড়ে আছে সেলিমকে। মা-বাবার শীতল স্পর্শে মনটা নেচে উঠল সেলিমের।। আর মনে মনে বলতে থাকলোঃ ""সুখগুলো আমারই থাকে দুঃখগুলো না। কস্টগুলো ভাগ করে নেন সে যে আমার মা""।। জনম জনম মায়ের প্রতি ভালোবাসা হোক অকৃত্রিম।
বিষয়: বিবিধ
১৪৭৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> আমি মেঘ হবো লিখেছেন : থেংকুA PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> আমি মেঘ হবো লিখেছেন : থেংকু আফরা ভাইয়া।A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> আমি মেঘ হবো লিখেছেন : অনেক ধন্যবাদA PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> আমি মেঘ হবো লিখেছেন : অনেক ধন্যবাদA PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> আমি মেঘ হবো লিখেছেন : অনেক ধন্যবাদA PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> আমি মেঘ হবো লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদমন্তব্য করতে লগইন করুন