একই অঙ্গে তোমার কত রূপ !!!
লিখেছেন লিখেছেন আমি মেঘ হবো ১৫ জুলাই, ২০১৪, ০৫:১২:৩৭ বিকাল
নারী জাতি সম্পর্কে আমি খুব ভালো ধারণা পোষণ করি। আমি তাদের যথাযথ শ্রদ্ধাভরে সম্মান করি, ভক্তি করি, কারণ তারা আমাদের মা তারা আমাদের বোন, তারা আমাদের স্ত্রী। পৃথিবীতে সব নারীর মন যেমন এক নয় তেমনি তাদের আচার আচরণে আছে বৈচিত্রতা। এটা থাকা স্বাভাবিক এবং মাঝে মাঝে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এটার পরিবর্তন হতে পারে কিন্তু একই সাথে একটি নারী দুই রূপ ধারণ করতে পারে এটা জানা ছিলো না। একটি ব্লগে একটি মেয়ে ব্লগারের লেখা আমার খুব ভালো লাগে। বিশেষ করে ব্লগারদের সাথে তার কথাবার্তা, পোষ্টে দেওয়া তার মন্তব্য প্রতিমন্তব্যগুলো। শুধু ব্লগে মন্তব্য করে মন ভরছিলো না বলে অনেক কষ্টে তার ফেসবুক আইডিটি সংগ্রহ করি। আইডিতে গিয়ে দেখি রিকোয়েস্ট পাঠানোর কোনো অপশন নেই। তাই বাধ্য হয়ে এসএমএস করলাম সুন্দর, মার্জিত ও পরিশীলিত ভাষায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি যা পাঠাইছি সে সেটাই রেপ্লাই করলো। পরে অন্য একটা প্রশ্ন জানতেই সে আমাকে ব্লক করে দিলো। এখন আপনারাই বলেন কাজটা কি ঠিক করলো সে? কাউকে ভালোবেসে কোনো কিছু জানতে চাওয়া কি অন্যায়?
বিষয়: বিবিধ
১৪৯৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার ঘাড়ে কয়টা মাথা মাম্মু!
সাহস থাকে তো আমাকে ব্লক দিতে বলেন তো :-/
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> আমি মেঘ হবো লিখেছেন : না এক্সট্রিমিষ্ট হওয়া যাবে না। তাদের হৃদয় কুসুমের মত নরম। তাই যেকোনো সময় গলে যেতে পারে। অপেক্ষায় থাকবোতার ঘাড়ে কয়টা মাথা মাম্মু!
সাহস থাকে তো আমাকে ব্লক দিতে বলেন তো :-/
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> আমি মেঘ হবো লিখেছেন : জবাব উপ্রে দেখুন।আপনি কি মেয়ে মানুষ? ???
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> আমি মেঘ হবো লিখেছেন : না এখানে মাথানত মানে তাদের কি পরিমাণ শ্রদ্ধা করি সেটাই বুঝাতে চাইছি।০ আমি করি না । আমার মনে হয় পুরুষ মানুষের কারোরোও করা উচিত না ।
আল্লাহ তায়ালা পবিত্র ক্বুরআনে বাবা মায়ের প্রতি সন্তানকে শ্রদ্ধাশীল হতে বলেছিলেন । তবে তারা যদি এরকম বলে যা আল্লাহর সাথে নাফরমানির কারণ হয়ে যায় এবং তা শিরকের পর্যায়ে চলে যায় তাহলে সন্তান পিতা মাতাকে ভদ্রভাবে না করে আল্লাহর পথে থাকবে । ইব্রাহীম (আঃ) ও তার পিতার ব্যাপারেও এরকম কথা আমরা জানতে পারি ।
পদতলে মাথা নত করা অনেকটা সিজদার মতই যার একমাত্র হকদার আল্লাহই যা আমরা প্রতিবার নামাজে করে থাকি ।
নারীর গুনকীর্তন করতে গিয়ে আমরা এতটা লাগামহীন হয়ে পড়ি যে মুখ দিয়ে এবং লিখনীর মাধ্যমে এমন কথা বের হয়ে আসে যা সরাসরি আল্লাহর সাথে শিরক্ ।
নারী অবশ্যই শ্রদ্ধার পাত্রী মায়ের জাতি হিসেবে । বাবার জাতি হিসেবে পুরুষেরাও কি শ্রদ্ধার পাত্র নন ?
নারীরা কি কখনও বাবার জাতী পুরুষদের নিয়ে এরকম স্তুতি কাব্য রচনা করে ?
পুরুষ মানুষ হিসেবে আমরা কতটা আত্মমর্যাদাহীন , যে নারী উপর আমাদেরই কর্তৃত্ব করার কথা বলা হয়েছে তাদের পদতলে মাথা নত করতে চায় কেউ কেউ !
রাসূল (সাঃ) আল্লাহ ছাড়া কারো কাছে মাথানত করতে নিষেধ করছেন। আর যদি মাথা নত করতে বলতেন তাহলে স্ত্রী কে বলতেন সামিকে সিজদা(মাথানত) করতে।
এতটা ওয়েটলেস হয়ে গেলে সারাজীবন স্ত্রৈন হয়ে বউয়ের পদসেবা্য নিয়োজিত থাকতে হবে ।
আপনি কি আপনার মা বা স্ত্রী বা মেয়ে বা বোনের পদতলে মাথা নত করেন নিয়মিত?
এটা যে শিরক্ আপনি জানতেন ?
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> আমি মেঘ হবো লিখেছেন : এডিট করে দিলাম। আমি এটা জানতাম না। আপনাকে ধন্যবাদA PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> আমি মেঘ হবো লিখেছেন : দালালি কম করেন। কত পাইছেন দালালি করে? নাকি এতদিন পর এসে নিজেই ফেক আইডি দিয়ে কমেন্ট করলেন?A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> আমি মেঘ হবো লিখেছেন : বুঝতে পারছি আপনার কোথায় লাগতেছে। তাহলে এই করে বেড়াচ্ছেন? ব্যবসা ভালোই চালিয়ে যান।A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> আমি মেঘ হবো লিখেছেন : তাকে ভালোবেসেই নিজেকে বদলাতে চেয়েছিলাম । ভাবছিলাম সে আসবে আমার হৃদয়ে কুরআনের আলো হয়ে। ভরে দিবে মন প্রাণ সজিবতায়। কিন্তু সে একটা চিট। সে আমার হৃদয়কে ভেঙে খান খান করে দিয়েছেন। আমার বিশ্বাসকে পায়ের তলায় লুটিয়ে পিষে ফেলেছে। তাই আমি আর চাইলেও ভালো হতে পারছিনা। নিজেকে বদলাতে পারছিনা। আমি নষ্ট হতে চলেছি।মন্তব্য করতে লগইন করুন