ফিলিস্তিনি মজলুম মুসলমানদের সমর্থনে একটি খুব সুন্দর কবিতা।

লিখেছেন লিখেছেন আহমদ মুসা ১৫ জুলাই, ২০১৪, ০৫:২৪:২২ বিকাল

ফিলিস্তিনি মজলুম মুসলমানদের সমর্থনে আমার এক ফেবু ফ্রেন্ড ডাক্তার শাব্বির আহসানের লিখিত একটি কবিতা। কবিতাটি আমার খুব ভাল লেগেছে। তাই তার অনুমোদন ও আগ্রহ সাপেক্ষে এখানে পোস্ট করলাম।

"ইন্তিফাদা" ।

চলো যাই ফিলিস্তিনে পাগড়ি বেঁধে অস্ত্র হাতে,

ভেঙ্গে সব বাঁধার শিকল করব বিকল জোর আঘাতে।

কেঁদো না শোধের আগুন জ্বালাও দ্বিগুণ বীর মুজাহিদ,

আর নয় নিজের ঘরে সুখের ঘোরে চোখ বোজা নিদ।

শোন কি কণ্ঠে ব্যাকুল কান্না আকুল মুসলিমের ওই?

ঘিরে রয় নীল বেদনার অকুল পাথার অতল অথৈ।

কাঁদে আজ সুনীল আকাশ গুমোট হুতাশ করুণ সুরে,

বুলেটের শীতল ছোঁয়ায় রক্ত গড়ায় বক্ষ ফুঁড়ে।

কতো আর শূন্য হবে রিক্ত রবে বুকটি মায়ের?

কতকাল রক্ত ঝরে পড়বে গড়ে আমার ভায়ের?

পড়ে রয় আগুন পোড়া অঙ্গ হারা নিথর দেহ,

তবু হায় কাটছেনা ক্যান ভোগবাদী ধ্যান অলীক মোহ?

কোথা সেই দীপ্ত ঈমান পাহাড় সমান অসীম অটল?

কেন আজ ধর্ম মাঝে তুচ্ছ কাজে হাজার ফাটল?

আযাদীর ডাক এসেছে ফের জেগেছে আরবী ঘোড়া,

ছোট আজ স্বর্গ পানে জাগর গানে বাঁধন হারা।

দেখ ওই মরুর ঝড়ে ঘোড়ার খুরে হেলাল হাসে,

কাঁপে তাই জালিম ভয়ে পাংশু হয়ে ভয়াল ত্রাসে।

জাগে ফের বীর খালিদের অমিত তেজের সেই তলোয়ার,

উঁচু হোক মরচে ধরা খোলস পড়া সেই হাতিয়ার।

জালিমের শিকড় তুলে উপড়ে ফেলে আঘাত হানো,

বাতিলের প্রাচীর ভেদে আঁধার ছেঁদে প্রভাত আনো।

আরবের পূণ্য জমীন হবেই স্বাধীন অন্তঃ-আদি,

ধরাতল শান্তিতে থাক সাফ হয়ে যাক জায়নবাদী।

লেখকঃ ডাক্তার শাব্বির আহসান।

বিষয়: বিবিধ

২৪২৭ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244903
১৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৭
195357
আহমদ মুসা লিখেছেন : প্রথম মন্তব্যকারী এবং ভাল লাগার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
244914
১৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
Anwarulhaque67 লিখেছেন : চমত্‍কার !
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৭
195358
আহমদ মুসা লিখেছেন : যাযাকাল্লাহু খায়রান।
244917
১৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
বাজলবী লিখেছেন : ভালো লাগলো। জাজাক অাল্লাহ খায়ের।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৮
195359
আহমদ মুসা লিখেছেন : শুকরান লিল্লাহ, ভাল লাগার জন্য পাঠক এবং কবিতার লেখক উভয়কেই জানাই আন্তরিক ধন্যবাদ।
244918
১৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
আফরা লিখেছেন : আসলেই সুন্দর কবিতা ।আপনাকে ধন্যবাদ শেয়ারের জন্য ।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:১০
195360
আহমদ মুসা লিখেছেন : আসলেই আমারও কবিতাটি খুব ভাল লেগেছিল পড়ে। তাই শেয়ার করেছিলাম লেখকের অনুমতি নিয়ে। অনেক অনেক ধন্যবাদ পড়ে নিজের অনুভূতি শেয়ার করার জন্য।
244920
১৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মনের কষ্ট দিয়ে লিখা কবিতা সুন্দর হয়
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:১১
195362
আহমদ মুসা লিখেছেন : সত্যিই খুবই সুন্দর একটি কবিতা। মনের গভীর আবেগ দিয়েই প্রকাশ করতে সক্ষম হয়েছেন নিজের অনুভুতি কবিতার মাধ্যমে প্রকাশ করে। আপনাকে এবং কবিতার লেখক উভয়কে ধন্যবাদ।
244975
১৫ জুলাই ২০১৪ রাত ১০:২৪
ইবনে আহমাদ লিখেছেন : সত্যি ভাই কবিতাটি সুন্দর হয়েছে। যদিও আমি তেমন বুঝি না সাহিত্য। তবে আমার ভাল লেগেছে। আপনার মাধ্যমে ডাক্তার ভাইকেও আন্তরিক মোবারকবাদ।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৫
195364
আহমদ মুসা লিখেছেন : আসলে আমার খুব ভাল লেগেছিল কবিতাটি পড়ে তাৎক্ষণিকভাবেই। আমি আপনার চেয়েও অনেক কম বুঝি কবিতার জটিল ভাষা ও উচ্চ মার্গের সাহিত্যরসের প্রকাশভঙ্গিগুলো। তার পরেও কোন কোন কবিতা পড়ার সাথে সাথেই অন্তরে দাগ কাটে। এ কবিতাটিও আমার ভাল লেগেছিল। তাই লেখকের অনুমতি নিয়ে ব্লগে সবার সাথে শেয়ার করলাম। আপনাকে অনেক ধন্যবাদ পড়ে নিজের অনুভূতি শেয়ার করার জন্য।
244998
১৫ জুলাই ২০১৪ রাত ১১:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৬
195365
আহমদ মুসা লিখেছেন : ভাল লেগে মনের অনুভূতি শেয়ার করে আমাকেও ভাল লাগার বন্ধনে আবদ্ধ করলেন। অনেক অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য।
245109
১৬ জুলাই ২০১৪ সকাল ০৬:১২
শেখের পোলা লিখেছেন : বেশ সুন্দর হয়েছে৷ ধন্যবাদ৷
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৯
195366
আহমদ মুসা লিখেছেন : জ্ঞানীদের প্রশংসা সত্যিই ভাল লাগে। তবে সমস্ত কৃতত্ব মেধাবী কবি ও ডাক্তার শাব্বির আহসানের। আমার ভাল লেগেছে বিধায় তার অনুমতি নিয়েই ব্লগে শেয়ার করেছি মাত্র। অনেক ধন্যবাদ মুহতারাম শেখের পোলা ভাইজানকে।
245225
১৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২২
শারমিন হক লিখেছেন : চমত্‍কার কবিতা ।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:২০
195367
আহমদ মুসা লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ পড়ে ভাল লাগার অনুভূতি শেয়ার করে মন্তব্য রেখে যাওয়ার জন্য।
১০
245379
১৭ জুলাই ২০১৪ সকাল ০৬:১৪
জোবাইর চৌধুরী লিখেছেন : চমৎকার, অনেক ধন্যবাদ।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:২০
195368
আহমদ মুসা লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ পড়ে ভাল লাগার অনুভূতি শেয়ার করে মন্তব্য রেখে যাওয়ার জন্য।
১১
245479
১৭ জুলাই ২০১৪ বিকাল ০৫:০৫
এনামুল হক এনাম লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ ।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:২১
195369
আহমদ মুসা লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ পড়ে ভাল লাগার অনুভূতি শেয়ার করে মন্তব্য রেখে যাওয়ার জন্য। আমার ব্লগ পাতায় আপনাকে স্বাগতম। নিয়মিত আমিন্ত্রণ রইল আপনার প্রতি আমার ব্লগ পাতায়।
১২
245545
১৭ জুলাই ২০১৪ রাত ১০:২৫
বৃত্তের বাইরে লিখেছেন : ভাল লাগল। এমন ঈমানদীপ্ত কবিতার জন্য ডাক্তার ভাই এবং আপনাকে দুজনকেই ধন্যবাদ Good Luck Rose
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৩
195370
আহমদ মুসা লিখেছেন : অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের মাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করার জন্য। তবে এতে আমার কোন কৃতিত্ব নেই। সব কৃতিত্ব বেধাবী ব্লগার এবং একক্টিভিস্ট ডাক্তার শাব্বির আহসান ভাইয়ের। আমি তার অনুমনি নিয়েই এখানে শেয়ার করেছি মাত্র।
১৩
245892
১৯ জুলাই ২০১৪ রাত ০১:০৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকে এবং ডাক্তার ভাইকে আন্তরিক অভিনন্দন।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৪
195371
আহমদ মুসা লিখেছেন : মুহতারাম লোকমান ভাইকে আন্তরিক ধন্যবাদ গরিবের ব্লগ পাতায় আগমন করে মন্তব্য রেখে যাওয়ার জন্য।
১৪
246306
২০ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩০
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৬
195373
আহমদ মুসা লিখেছেন : ভাল লাগার অনুভূতি শেয়ার করে মন্তব্য করার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও খায়রে মখদম করছি, সেই সাথে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ রইল।
১৫
246582
২১ জুলাই ২০১৪ সকাল ০৫:০৪
দিশারি লিখেছেন : ভালো লাগলো।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৬
195374
আহমদ মুসা লিখেছেন : ভাল লাগার অনুভূতি শেয়ার করে মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপনাকে।
১৬
383514
০৬ জুলাই ২০১৭ রাত ১১:৩৯
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : অসাধারণ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File