সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো।

লিখেছেন লিখেছেন আহমদ মুসা ০৯ মে, ২০১৬, ০৫:২২:৫২ বিকাল

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। অনেক পর ব্লগে আসলাম। সবার নিকট দোয়ার দরখাস্ত নিয়ে।

আমার মা’ স্ট্রোক করেছে, নিজেও দীর্ঘদিন ধরে ঘাড়ের বৃথার কারণে সুস্থ্য নেই। সবাই আমার মা-বাবা’র জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন আমার মা’কে শিফায়ে কামেলা দান করেন। কাকতালীয়ভাবে আমার আব্বার চোখেও সমস্যা ধরা পড়েছিল। আল্লাহর রহমাতে সিকিৎসার মাধ্যমে কিছুটা উন্নতী হয়েছে। বিশেষ করে মা’র জন্য সবার কাছে খালেছ নিয়তে দোয়ার দরখাস্ত রইলো।

বিষয়: বিবিধ

১৯৯১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368506
০৯ মে ২০১৬ সন্ধ্যা ০৬:০২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া।
বিপদ আপদ, ভালো মন্দ মিলিয়েই আমাদের জীবন জিন্দেগী। আর এটাই আমাদের জন্য পরীক্ষা। মহান রাব্বুল আলামিন আপনার মা’কে, আব্বাকে এবং আপনাকে দ্রুত সুস্থতা দান করুন। স্বাভাবিক জীবন দান করুন এবং জীবন জিন্দেগী সহজ ও সুখময় করুন। আমীন।
368533
০৯ মে ২০১৬ রাত ০৮:১২
শেখের পোলা লিখেছেন : মহান গফুরুর রাহীম আপনাদের শিফা দান করুক এ কামনা করি।
368545
০৯ মে ২০১৬ রাত ০৮:৫৭
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহ আপনার মাকে শেফায়ে আজেলা দান করুন। ধন্যবাদ
368546
০৯ মে ২০১৬ রাত ০৮:৫৯
আফরা লিখেছেন : আল্লাহ আপনাদের সকল বিপদ-আপদ,বালা মসিবত দুর করে দিন । আমীন।
368568
১০ মে ২০১৬ রাত ১২:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। আল্লাহ আপনাদের সুস্থতা দিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File