বিডিটুডে ব্লগের সম্পাদক মহোদয় বরাবরে একটি মেইল করেছিলাম। কিন্তু এখনো কোন রেস্পন্স পেলাম না।
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ০৯ আগস্ট, ২০১৪, ০২:৪০:৫৭ দুপুর
ব্লগে লেখালেখি সংক্রান্ত ব্যাপারে আমার একটি ব্যক্তিগত বিষয়ে বিডিটুডে সম্পাদক মহোদয়ের নিকট একট মেইল করেছিলাম। কিন্তু এখনো পর্যন্ত কোন উত্তর পেলাম না।
মাননীয় সম্পাদক মহোদয় অনেক বড় মাপের মানুষ। খুব ব্যস্ততার মধ্যেই সময় অতিবাহিত করেন। এবার আশা করছি তার ব্যস্ততার ফাকে ফুকে আমার মেইলটা একটু চেক করে দেখবেন।
বিষয়: বিবিধ
১৮৭৬ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
''বাদশা ভাইজান গ্যাঞ্জাম খান দুটি একাউন্ট খুলেছেন তার একটি তো নিবন্ধণ হয়েছে। কেউ নিবন্ধণ করার পর কেউ কেন ইমেইল চেক করে না আমি ভেবে পাই না। আমি নিজে তার ফেসবুক প্রোফাইল সহ দেখে এসেছি। তার নাম ঠিক আছে নাকি.. তার তো একাউন্ট ঠিক আছে। তাকে লগইন করতে বলুন।
এখনো কি জবাব দেইনাই?
মন্তব্য করতে লগইন করুন