দীর্ঘদিন পর কর্মস্থলে হাজির, ব্লগার ভিশু ভাইয়ের ডাকে সাড়া দিতে না পারায় একটি আত্মপক্ষ সমর্থন নিয়ে কৈফিয়ত।
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ০৫ আগস্ট, ২০১৪, ১২:০৫:৫২ দুপুর
গত ১৭ জুলাইয়ের পর কর্মস্থল ত্যাগ করেছিলাম ঈদ উপলক্ষে অফিস ছুটি হওয়ার কারণে। যদিও বা প্রতিদিন মফস্বল এলাকা গ্রামের বাড়ী থেকে এসেই চট্টগ্রাম শহরে কর্মস্থলে হাজির হই। আমার ডেক্সটপ কম্পিউটারে গ্রামে সিটিসেল আলট্রা জুমের ভাল স্পীট পাওয়া যায় না। বিরক্ত হয়ে কম্পিউটারে বসাটাই বন্ধ করে দিয়েছিলাম। চায়না তৈরী কম দামের হাতের এন্ড্রয়েড মোবাইলটাই ভরসা ছিল বন্ধের যে কয়েকদিন বাড়ীতে কাটিয়েছি। আজ থেকে পুরোদমে অফিসিয়াল কর্মজজ্ঞে ব্যস্থতার পাশাপাশি অন লাইনেও সক্রিয় থাকবো নিয়মিত ইনশায়াল্লাহ।
মাঝে মধ্যে ফেইসবুকে এবং ব্লগে নিজের মনের অনুভুতি লিখে অন লাইন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করায় অভ্যস্থ হয়ে গেছি বছর দু’য়েক আগে থেকে। বিশেষ করে বিডিটুডে ব্লগে আমি নিয়মিত সক্রিয় থাকি। ফেইসবুকের চেয়েও ব্লগেই বেশী সক্রিয় থাকতাম। এখনও সে আগ্রহে ভাটা পড়েনি। টুডে’র একজন বিখ্যাত ও জনপ্রিয় ব্লগার ডাক্তার ভিশু ভাইয়ের অনুরোধে পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন ব্লগারদের জন্য বিষয়ভিত্তিক ব্লগ/লেখা/আর্টিকেল পোস্টের জন্য একটি চমৎকার আইডিয়া শেয়ার করে দারুণ সাড়া ফেলে দিয়েছিলেন। তার আহবানে সাড়া দিয়ে সবাই পবিত্র রমজান স্পেশাল লেখা পোস্ট করে ব্লগটাকে খুব সুন্দরভাবে মাতিয়ে তুলেছিলেন। অনেকে ঈদের পরেও এ বিষয়ে পোস্ট করেছেন। বেশ দারুণ জমে উঠেছিল। অধিকাংশ লেখা আমার পড়ার সৌভাগ্য হয়েছে। যদিও বা প্রত্যেকটিতে মন্তব্য করা সম্ভব হয়নি। আমার মতো একজন নালায়েক অধমকেও তিনি নির্বাচিত করেছেন বিষয় ভিত্তিক নির্দিষ্ট বিষয়ে আলোকপাত করার জন্য।
আমার দুর্ভাগ্য যে একান্ত ইচ্ছা থাকা সত্বেও সিডিউল অনুযায়ী নির্ধারিত তারিখে এবং নির্ধারিত বিষয়ে লেখা পোস্ট দিতে পারিনি। লেখা পোস্ট দিতে না পারার কারণ হচ্ছে ইন্টারনেটের ব্যন্ডউইটথ স্লোই মূলত সমস্যা। বাড়ীতে পিসিতে নেট মোটেও ওপেন করতে পারতাম না অতি স্লো হওয়ার কারণে। হাতের এন্ড্রয়েড মোবাইল সেট দিয়েই ব্লগ এবং ফেইসবুকে লগিং করে থাকতাম বিগত কয়েকদিন।
পরিশেষে সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শেষ করছি।
বিষয়: বিবিধ
২০৪৬ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কর্মস্থলে স্বাগতম!!!!!
বি. দ্র. আজ সন্ধ্যার সময় আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধব একত্রিত হবো। সম্ভব হলে আপনিও আসতে পারেন আমাদের সাথে আড্ডায়। দুয়েকজন প্রবাসী ভাইও আমাদের সাথে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আপনার মোবাইল নাম্বারটা হারিয়ে ফেলেছি, যদি আমার নাম্বার আপনার কাছে থাকে একটি কল দিলে খুশী হবো।
মুসা ভাইয়ের আগমন।
আপনাকে ধন্যবাদ গরীবের ব্লগ বাড়ীতে পা রেখে ধন্য করার জন্য।
কর্মস্থলে স্বাগতম
দারুণ বলেছেন। গতকালের আড্ডার আসরটা জমে উঠেছিল বেশ। আপনাকে পেয়ে দারুণ ভাল লেগেছিল। ধন্যবাদ হে রঙ্গের মানুষ!
হুহুহুহুহুহু
আমিও পোষ্ট দেইনাই।
যাই হোক
আপনাকে পুনরায় স্বাগতম ব্লগে।
আর আপনার বাসায় আমার চা পানের দাওয়াত রইলো।
কুরবানি ঈদের শুভেচ্ছা।
মন্তব্য করতে লগইন করুন