# লটারী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ জুন, ২০১৪, ০২:৩৮:১০ দুপুর
কেউ বলে ব্রাজিল
কেউ বলে আর্জেন্টিনা
আমি বলি নেদারল্যান্ড
আছে নাকি সম্ভবনা!!
কেউ বলে ফ্রান্স
কেউ বলে জার্মানি
আমি বলি থাক ওসব
নেদারল্যান্ড হাতছানি।
কেউ বলে স্পেন
কেউ বলে ইংল্যান্ড
আমি বলি হোক এবার
ঝেড়ে ঝুড়ে নেদারল্যান্ড।
(ঘটনা হইল গিয়া অপিসে লটারী হইল, প্রত্যোক বছর হয়, ক্রিকেট ফুটবল উপলক্ষ্যে, আমার কপালে এবার জুটেছে নেদারল্যান্ড, তাই নিজের প্রোডাক্ট বলে কথা, একটু গুণগানতো গাইতেই হয়, তাই গাইয়া দিলাম)
বিষয়: বিবিধ
৯২৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নেভার উইনস!!!
ঐ আগের ৮ টার মধ্যেই যে কেউ হতে পারে ।
মন্তব্য করতে লগইন করুন