# লটারী

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ জুন, ২০১৪, ০২:৩৮:১০ দুপুর



কেউ বলে ব্রাজিল

কেউ বলে আর্জেন্টিনা

আমি বলি নেদারল্যান্ড

আছে নাকি সম্ভবনা!!

কেউ বলে ফ্রান্স

কেউ বলে জার্মানি

আমি বলি থাক ওসব

নেদার‌ল্যান্ড হাতছানি।


কেউ বলে স্পেন

কেউ বলে ইংল্যান্ড

আমি বলি হোক এবার

ঝেড়ে ঝুড়ে নেদারল্যান্ড।

(ঘটনা হইল গিয়া অপিসে লটারী হইল, প্রত্যোক বছর হয়, ক্রিকেট ফুটবল উপলক্ষ্যে, আমার কপালে এবার জুটেছে নেদারল্যান্ড, তাই নিজের প্রোডাক্ট বলে কথা, একটু গুণগানতো গাইতেই হয়, তাই গাইয়া দিলাম)

বিষয়: বিবিধ

৯২৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232326
০৮ জুন ২০১৪ দুপুর ০২:৪২
ভিশু লিখেছেন : কোবিতা খুবভালো হৈসে! Angel কিন্তু হল্যাণ্ড কি হতে পার্বে? Worried
০৮ জুন ২০১৪ দুপুর ০২:৫২
179015
বাকপ্রবাস লিখেছেন : এমনিতে সাপোর্ট করি দলটা, ভাল লাগে, তাদের ড্রেসটার ভক্ত আমি, রুডগুলিট আর ভেনভাস্তেন জন্য প্রথম ভাল লাগা, সব মিলে লটারীতে নামটা উঠে খারাপ লাগেনি, ভয় পাচ্ছি লটারী হালাল হারাম নিয়ে কেউ কেউ তোলপাড় করে ফেলবে সেটা নিয়ে, আসলে ব্রিটিশ বস এর ছেলে প্রজেক্ট ম্যানেজার, তারা দুই ভাই অপিসে আছে, নিজেরাও খেলে, তাই খেলা নিয়ে তাদের মাতা মাতি,১০ রিয়েল খুব বেশী না, জাস্ট মজা করার জন্য আয়োজনটা তারা করে, এটেন্ড না হলে তারা কষ্ট পাবে, সেই রেসপ্যাক্ট বোধ থেকে জয়েন্ট করা, কোম্পানীতে বাংলাদেশীরা নানান রকম কাজকারবার করে, সমিতি করে সুদে টাকা ঢালে, ১০জন মিলে প্রতিমাসে নির্দিষ্ট টাকা দিযে লটারী হয়, প্রতিমাসে একজনের ভাগ্যে সব টাকা যায়, এভাবে প্রত্যেকে পায়, কেউ ঠকেনা, আমি এসবে নেই, তাদের চিন্তা, ঈমান, হালাল হারাম এসব নিযে কেমন আগ্রহ জানিনা, আমার কিন্তু ভয় কাজ করে, তাই লটারীতে থাকিনা, এটাতে থাকলাম স্রোতে গা ভাসিয়ে
232327
০৮ জুন ২০১৪ দুপুর ০২:৪৩
আমি মুসাফির লিখেছেন : বিশ্বকাপ জ্বরে মানুষ ভুগছে । খেলার একটা রুটিন দিলে ভাল হতো না।
০৮ জুন ২০১৪ দুপুর ০২:৫৪
179016
বাকপ্রবাস লিখেছেন : অতি আগ্রহ নেই, তাই এসব নিয়ে ঘাটাঘাটি তেমন করিনা, সবাই বলাবলি করবে আমি শুনব, তার থেকে দুই একটা ছড়া আসবে এতেই মজা পাব, এই হলো অবস্থা
232341
০৮ জুন ২০১৪ দুপুর ০২:৫৫
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ জুন ২০১৪ দুপুর ০৩:১১
179029
বাকপ্রবাস লিখেছেন : থেঙকু ভাইযান
232357
০৮ জুন ২০১৪ দুপুর ০৩:৩৫
ছিঁচকে চোর লিখেছেন : আমি ব্রা-পেন্টি। মানে ব্রাজিল আর্জেন্টিনা দুটাইকেই ভালো লাগে। Tongue Tongue Tongue
০৮ জুন ২০১৪ বিকাল ০৪:২৯
179086
বাকপ্রবাস লিখেছেন : আপনার কি ভাল লাগে তাতো ছবিতে দেখতেই পাচ্ছি
232380
০৮ জুন ২০১৪ বিকাল ০৪:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নেদারল্যান্ড....
নেভার উইনস!!!
০৮ জুন ২০১৪ বিকাল ০৪:২৯
179088
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying
232386
০৮ জুন ২০১৪ বিকাল ০৪:২৩
হতভাগা লিখেছেন : নেদারল্যান্ডসের সম্ভাবনা নেই বললেই চলে ।

ঐ আগের ৮ টার মধ্যেই যে কেউ হতে পারে ।
০৮ জুন ২০১৪ বিকাল ০৪:২৯
179090
বাকপ্রবাস লিখেছেন : হাছা কথা কইছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File