# কোন তারাটা "মা" আমার?
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ মে, ২০১৪, ১২:৪০:১১ দুপুর
একটা চাঁদ অনেক তারা দেখি রোজ রাতে
কি যেন এক অনুভূতি থাকে নিজের সাথে।
কোন তারাটা বল তুমি কাছের নাকি দুরের
কোন তারাটা ভেবে নেব শুধু আমার নিজের।।
দেখছ নাকি আমায় তুমি দূর আকাশ থেকে
ভাবছ বুঝি আমার কথা গেছো একা রেখে।
নিজের সাথে বোঝা পড়া ঢের হয়েছে করা
এখন আমি আর কাঁদিনা লিখছি দেখ ছড়া।।
তোমার কথা ভাবি রোজ যখন একা থাকি
কত কি'যে মনে পড়ে দেয় উকি ঝুকি।
তাইতো আমি আকাশ দেখি খুঁজি তারায় তারায়
ভাবি আমি তোমার কথা দেখছ নাকি আমায়।।
বিষয়: বিবিধ
১০৭৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ নেবেন খুব করে
নিজের দিকে তাকিয়ে দেখো মায়ের ছোঁয়া আছে।
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন