...শিরোনামহীন...

লিখেছেন লিখেছেন আকাশদেখি ১৩ মে, ২০১৪, ১২:৪৮:৪১ দুপুর



"অধিকার" শব্দটা কেমন যেন!!! আপনি, তুমি, তুই এর মতই বিভ্রান্তকর... ইংরেজী you শব্দটার মত সহজ না!! সম্পর্ক ব্যপারটাই একটি জটিল সমীকরণ। যখন কেউ কারও উপর অধিকার ব্যপারটা ফলাতে চাইবে তখন থেকেই, সম্পর্কের মাঝে জটিল একটা আকার ধারণ করে!!

তোর আর আমার মাঝে এই জটিল জিনিসটার অবতারণা হয়েছে খুব অবচেতনভাবে!

একসময় “অধিকার“ এর হাত ধরে এলো অভিমান। আমি ঠিক জানিনা আমাদের এই ভার্চুয়াল সম্পর্কে তোর সাথে “অভিমান” করার “অধিকার” আমার আছে কিনা? ফেসবুক দিয়ে শুরু তারপর মোবাইল নাম্বার আদান প্রদান. তারপর ছুটে চলা...

মাঝখানে কোন কারণে আমাদের যোগাযোগটা কমে যায়... তোর আর আমার দূরত্বের সময়টাতে খুব স্বাভাবিকভাবেই আমার দিনরাত্রির সমীকরণে অন্য কারো হিসেব কষা শুরু। আর তুই আমাকে দেখিয়ে দিলি অভিমানের সাতকাহন।

“ অধিকার “ আমাকে ভাবাতে বাধ্য করলো !!!

তোর অভিমানের জন্য তোকে ভুল বুঝলাম , রাগারাগি করলাম। তুইও আমার উপর রাগ করে বসে থাকলি... আমি ফোনদিলে তুই মাঝে মাঝে ধরিস আবার মাঝে মাঝে ধরিস না. ঠিক তোকে বুঝতে পারি না..। মাঝে মঝে বলিস তুই ব্যস্ত....তাই আর কথা হয় না... এক সময় অভিমান এলো আমার হাত ধরে ।

আমিও একটু একটু করে দুরে সরে যেতে থাকলাম তোর হতে...অগ্যতা আমি তোকে বুঝাতে চেষ্টা করলাম , হ্যাঁ আমিও ব্যাস্ত....!!!

আচ্ছা আমরা কি পারি না ফিরে আসতে....

বিষয়: বিবিধ

১৩৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221014
১৩ মে ২০১৪ দুপুর ০১:৪২
দুষ্টু পোলা লিখেছেন : ধন্যবাদ
221075
১৩ মে ২০১৪ বিকাল ০৫:০৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : হুম এমন হয় মাঝে মাঝে। তারপরো নিত্য চলা আমাদের জীবন সংসার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File