..নীল..
লিখেছেন লিখেছেন আকাশদেখি ১২ এপ্রিল, ২০১৪, ০২:১২:০৩ দুপুর
অনেক দিন কিছু লিখা হয় না দিনপন্জীকায় কিবোর্ডে এই হাত চালাই বলেই কলম/পেন্সিল হাতে কম নেওয়া হয় এখন ! দিনপন্জীকাটায় আর অলস আঁকিবুঁকি করা হয় না, আঁকা হয়না জীবনের রঙের স্বপ্ন !
জীবনের গল্পেরা ঘুমিয়ে আছে, কিন্তু কিছু গল্প নানা রঙের ছেঁড়া সুতোর ঘুড়ি হয়ে উড়ছে আকাশে মেঘবন্ধুর সাথে !
নীল আকাশের সাদা মেঘের মত করে ভাসতে থাকা নানা রং এর ঘুড়িগুলো আমার !
একটা ঘুড়ি তোকে দিব, নিবি?
তোর তো আবার নীল রং পছন্দ... নীল বেদনার রং!!! তাহলে তোকে কিভাবে কিভাবে এই রংটা দেই?
ভালোবাসার মানুষকে কি নীল রং দেওয়া যায়?
তোর তো আবার নীল পদ্ম পছন্দ!!!
মনে আছে একদিন নীল জোসনায় খুব বায়না ধরে ছিলি ১০১টা নীল পদ্মের জন্য!!!
পরদিন সকালে ১০১ টা পারিনি কিন্তু ঠিকই ১১ টা জোগাড় করে ছিলাম...
আসলে কেন যে এত নীল রং পছন্দ করিস? মাঝে মাঝে কি মনে হয় জানিস,
এই নীল রংই তোর সাথী হবে, না পাওয়ার গল্প শোনাবে...
কিন্তু বিশ্বাস কর আমি তা চাই না!!!
বিষয়: বিবিধ
১৩৯৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন