নির্বাসিত জাতিসত্ত্বা
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ১২ এপ্রিল, ২০১৪, ০২:২০:৪৬ দুপুর
খালাতো বোনের বিয়েতে গেলাম দেখি বিয়ের পর বর বধুকে নিয়ে একটা ছোটখাটো জটলা । কি হবে এখানে
মালা বদল হবে!
এটাতো আমাদের কালচার না?
এখন কালচারের দোহাই কেই বা মানে? সোতসাহে মালা বদল হল ।নীরবে দাঁড়িয়ে আছি ।
যে দেশে সরকারি দায়িত্বে মংগল শোভাযাত্রা মংগল প্রদীপ জ্বালানো সহ ভ্রষ্ট বিজাতীয় কালচার পালন করা হয় সেখানে এ আর নতুন কি?
একটা দেশ যখন শাসনতান্ত্রিক অধীনতা বশত কারো অধীনে থাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যায় কিন্তু যখন একটা দেশ এর জনগণ কারো সাংস্কৃতিক অধীনতা স্বীকার করে সেখানে কি ই বা করা যায়?
নিজস্ব সংস্কৃতি ছাড়া কোন দেশ আত্মমর্যাদাসম্পন্ন হয়ে উঠতে পারে না। চীনের মুভি দেখলে দেখবেন তারা তাদের সংস্কৃতি তাদের ঐতিহ্যকে কিভাবে লালন করে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অথচ তাদের মুভিগুলো দেখবেন শুরুতেই পুজা হচ্ছে কারন সেটা তাদের সংস্কৃতি। আর আমরা নির্লজ্জ ভাবে শুধু আমদানি করছি আর নির্বাসনে পাঠাচ্ছি আমাদের সংস্কৃতি গুলোকে আর সেই সাথে আমাদের স্বকীয়তা ও জাতিসত্ত্বাকেও।
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এর ফলতো আমরা দিবানিশি দেখছি।
মন্তব্য করতে লগইন করুন