আল্লামা শফি আসলে আওয়ামিলীগ করে

লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ১২ এপ্রিল, ২০১৪, ০১:৩২:২৫ দুপুর

পাবলিক আল্লামা আহমদ শফিকে গালাগাল শুরু করেছে। কিন্তু বাস্তবতা হলঃ আমাদের দেশের একটা বিশাল জনগোষ্ঠি আওয়ামিলীগ করে। এইভাবে মার্জিনালাইজ করে কোন সমাজ পরিবর্তন এবং দাওয়াতি কাজ সম্ভব নয়।

নিচের কোনটা সঠিকঃ

১) ওহ ! তুই আওয়ামিলীগ করিস ! তাই আমার শত্রু ! চলেন নামাজ পড়তে যাই।

২) আমি আপনার বন্ধু ও সুভাকাঙ্ক্ষী। আসুন আমরা জাহান্নাম থেকে বাচি। চলুন নামাজে যাই।

অতএব অতি আবেগ এবং অতি অনুরাগ বর্জনীয়। যদিও আমি নিজে এটা সবসময় মানতে পারি না।

বিষয়: বিবিধ

১৪১৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206411
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৯
মাজহার১৩ লিখেছেন : আওয়ামই লিগ ও বি এন পি সমর্থন করার সাথে ঈমানী ও আকিদাগত প্রশ্ন রয়েছ? ইসলামের কিছু বিধিবিধান মানলেই কিন্তু আপনি পুর্নাংগ মুসলিম নয়। অনেক ক্ষেত্রে সত্যমিথ্যার মিশ্রন যা মিথ্যা থেকেও ভয়ঙ্কর। আপনি একদিকে আওয়ামীলীগ বা বিএনপির সমর্থন করলেন অন্যদিকে নিজেকে মুসলমান হিসেবে দাবী করেন এটা কতটুকু যুক্তিযুক্ত? নামাজ বা কতিপয় নিয়ম মানা না মানা কি ইসলাম?
206412
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০১
লোকমান লিখেছেন : অতি আবেগ এবং অতি অনুরাগ বর্জনীয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File