# রোজ সকালে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ মে, ২০১৪, ১২:৫৭:৫৮ দুপুর
রোজ সকালে আমি যখন ঘুম থেকে উঠি
আম্মু বলেন দাত মেজে নাও আব্বু বলেন একি!
ভাইয়া বলেন ওরে গাধা পেষ্ট নয় ওটা
আপু বলেন টেষ্ট হয়ে যাক শেভিং ক্রীমটা।
তখনো আমি ঘুমের ঘোরে ঢুলে ঢুলে ঢুলে
চেয়ার টাতে বসতে গিয়ে বসি মায়ের কোলে।
বিষয়: বিবিধ
৮৯৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি বলেন????
মন্তব্য করতে লগইন করুন